Cricketer Death

স্টেপ আউট করে হাঁকালেন ছক্কা, তার পরেই মাটিতে লুটিয়ে পড়লেন! খেলতে খেলতেই মৃত্যু ব্যাটারের

ক্রিজ়ের মধ্যে এক পা এগিয়ে গিয়ে ছক্কা হাঁকালেন ব্যাটার। তার পরেই লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু হল যুবকের। মহারাষ্ট্রের ঠাণের মিরা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১৬:১০
Share:

ব্যাটারের মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য। ছবি: ইনস্টাগ্রাম।

ক্রিজ়ের মধ্যে এক পা এগিয়ে গিয়ে ছক্কা হাঁকালেন ব্যাটার। তার পরেই লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু হল যুবকের। মহারাষ্ট্রের ঠাণের মিরা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের জার্সি পরা এক যুবক ব্যাট হাতে ক্রিজ়ে দাঁড়িয়ে রয়েছেন। বোলারের ছোড়া বলে স্টেপ আউট করে ব্যাট চালালেন তিনি। বোলারের মাথার উপর দিয়ে বল গিয়ে পড়ল বাউন্ডারি পেরিয়ে। দর্শকদের মধ্যে হাততালির বন্যা বয়ে যায়। কিন্তু পরের বল খেলার আগেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাটার। বাকি খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, ওই ক্রিকেটারের পরিচয় এখনও পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement