Viral Video

দর্শকদের মাঝে বসে বিচ টেনিস দেখছে বোদ্ধা চারপেয়ে! প্রকাশ্যে মন ভাল করা ভিডিয়ো

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দর্শকের আসনে বহু মানুষের মাঝে সাদা রঙের একটি কুকুর বিচ টেনিস খেলা দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৭:২৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সমুদ্র সৈকতে বিচ টেনিস ম্যাচের আয়োজন করা হয়েছে। দর্শকের আসনে বসে অনেকে সেই খেলা দেখছেন। তবে শুধু মানুষই নয়, দর্শকের মাঝে ম্যাচ দেখছে এক চারপেয়েও। মন দিয়ে খেলা দেখছে সে-ও। বোদ্ধার মতো ঘাড়ও দোলাচ্ছে। সম্প্রতি এ রকমই মিষ্টি একটা ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ওই ভিডিয়ো অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দর্শকের আসনে বহু মানুষের মাঝে সাদা রঙের একটি কুকুর বিচ টেনিস খেলা দেখছে। শুধু দেখছেই না, অন্য দর্শকদের মতো বলের আসা-যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ঘাড়ও দোলাচ্ছে। সকলের সঙ্গে তারও মুখের অঙ্গভঙ্গির পরিবর্তন হচ্ছে। গোলাপি জিভটি অভ্যাসবশত মুখের বাইরে বেরিয়ে রয়েছে। তবে এক মুহূর্তের জন্যও চোখ টেনিস বলের উপর থেকে সড়ছে না। খেলা শেষে সকলে যখন হাততালি দিচ্ছে, তখন সে তার ছোট ছোট কান দু’টি নাড়িয়ে আনন্দে সামিলও হচ্ছে।

ভিডিয়োটি ‘আইকাসামোয়েদ’ নামক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর তড়িৎবেগে ভাইরাল হয়েছে। বহু মানুষ কুকুরটির প্রতি ভালবাসা জানিয়েছেন। এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘কুকুরটি ভাবছে বলটি কেন কেউ লুফে নিচ্ছে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement