viral video

রিল তৈরি করতে জাতীয় সড়কে আগুন ধরালেন যুবক! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই, গ্রেফতার

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি দেশলাই জ্বালিয়ে পেট্রলের উপর ফেলে দেন। তাতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। বিপজ্জনক এই স্টান্ট দেখে এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী বিষয়টি উত্তরপ্রদেশ পুলিশের নজরে আনেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭
Share:

ছবি: সংগৃহীত।

বর্ষবরণের জন্য সমাজমাধ্যমে রিল বানিয়ে তাক লাগাতে হবে। তাই জাতীয় সড়কে আগুন লাগিয়ে দিলেন এক যুবক। উত্তরপ্রদেশের ফতেপুরের জাতীয় সড়কে একটি মাহিন্দ্রা থারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তাঁর এক হাত দূরে আগুন জ্বালিয়ে রিল তৈরি করতে দেখা গিয়েছে এক যুবককে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্ক তৈরি হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা গিয়েছে আগুন জ্বালানোর জন্য তিনি রাস্তার উপরে দাহ্য তরল দিয়ে ‘২০২৪’ শব্দটি লিখেছিলেন।

Advertisement

‘ডিসত্যব্রত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছিল, ‘‘এই ব্যক্তি জাতীয় সড়কে একটি এসইউভি গাড়ির সামনে দাঁড়িয়ে ফতেপুরে হাইওয়েতে পেট্রল ঢেলে রাস্তা জ্বালিয়ে দেন।’’ ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই ব্যক্তি দেশলাই জ্বালিয়ে লেখাটির উপর ফেলে দেন। তাতেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। বিপজ্জনক এই স্টান্ট দেখে এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী বিষয়টি উত্তরপ্রদেশ পুলিশের নজরে আনেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে, ফতেপুর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। জাতীয় সড়কে আইন লঙ্ঘনের জন্য সমাজমাধ্যমের বিষয়বস্তু নির্মাতাকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ভিডিয়ো দেখে অনেকেই এই যুবকের দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement