viral video

অকালবৃষ্টিতে রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে লাখ টাকার রসুন! হামাগুড়ি দিয়ে ফসল বাঁচানোর মরিয়া চেষ্টা

মন্দসৌরে প্রবল বর্ষণে লক্ষ লক্ষ টাকার রসুনের ক্ষতি হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষক ও ব্যবসায়ীরা রসুন বাঁচাতে হামাগুড়ি দিয়ে রাস্তায় নেমে পড়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

জলের তোড়ে রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে কেজি কেজি রসুন। তা বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। সম্প্রতি সেই দৃশ্য দেখা গিয়েছে মধ্যপ্রদেশের মন্দসৌরে। আচমকা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সেখানকার একটি সব্জি বাজার। মজুত করা প্রচুর রসুন সেই বৃষ্টির জলে রাস্তা দিয়ে ভেসে যেতে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়। সমাজমাধ্যম এক্সে ‘স্মার্টি সিকন্দর’ নামের একটি হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তায় জলে ভেসে প্রচুর রসুন নষ্ট হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মন্দসৌরের এই প্রবল বর্ষণে লক্ষ লক্ষ টাকার রসুনের ক্ষতি হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে কৃষক ও ব্যবসায়ীরা রসুন বাঁচাতে হামাগুড়ি দিয়ে রাস্তায় নেমে পড়েছেন। জলে ভেসে যাওয়া ফসল তুলে জড়ো করার চেষ্টা চলছে। তাতে অবশ্য বিশেষ সুবিধা হয়নি। জলে ভিজে যাওয়ায় বেশির ভাগ রসুন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। শুক্রবার থেকে ওই এলাকায় অকালবর্ষণ শুরু হয়।

কায়মপুর, ডালোদা পিপলিয়ামান্দি, মালহারগড় এবং সুওয়াসরা-সহ বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিও হয়েছে। এর ফলে কৃষকদের দুর্ভোগ বেড়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের ফলে বহু সব্জি বাজারেই বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। বৃষ্টিতে ভিজে বহু ফসল পচে নষ্ট হয়ে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement