ছবি: সংগৃহীত।
গ্রামের দরজায় দরজায় ঘুরে বেড়াত এক মহিলা ভূত। তার ভয়ে সিঁটিয়ে থাকতেন গ্রামবাসীরা। সেই ভূতের উদ্দেশে গ্রামের প্রতিটি বন্ধ দরজায় লেখা থাকত, ‘ও স্ত্রী কল আনা’। ২০১৮ সালে মুক্তি পাওয়া বলিউডের সিনেমা ‘স্ত্রী’। সেই ছবির প্রেক্ষাপট ছিল মধ্যপ্রদেশের একটি গ্রাম। এ বার সেই মধ্যপ্রদেশেই দেখা মিলল বাস্তবের ‘স্ত্রী’র। সে রাজ্যের গ্বালিয়রের বাসিন্দারা গভীর রাতে নাকি শুনতে পাচ্ছেন দরজার ঘণ্টার শব্দ।
রাজামান্ডি এবং সোনা গার্ডেন এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অদ্ভুত এক দৃশ্য। দেখা গিয়েছে, এক মহিলা রাতের আঁধারে বাড়ির দরজার ঘণ্টা বাজাচ্ছেন। তার পর স্রেফ ‘হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন’। সেই সক্রান্ত একাধিক সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, রহস্যময় এক অবয়বের উপস্থিতিতে রাস্তার গরু এবং কুকুরগুলি অদ্ভুত ব্যবহার করছে। সেই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা লাফিয়ে দূরে সরে যাচ্ছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সালোয়ার-কামিজ পরিহিতা ওই মহিলা লম্বা ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছেন। এর ফলে তাঁর মুখ ক্যামেরায় দেখা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ির ভিতর থেকে ডাকাডাকি করা হলেও তিনি কোনও সাড়া দেননি। তিনি কেবল ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে ঘণ্টা বাজিয়ে উধাও হচ্ছেন।
ঘটনার কথা ছড়িয়ে পড়তেই অতিরিক্ত পুলিশ সুপার নিরঞ্জন শর্মা জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্থানীয় থানাকে রাতে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম নয়। কয়েক বছর আগেও একই রকম অভিযোগ দায়ের করা হয়েছিল, যেখানে এক জন মহিলা দাবি করেছিলেন যে তিনি একটি বাড়ি খুঁজছেন।