NCP Bangladesh

‘ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী দেখতে চাই আগামী পাঁচ বছর’! বললেন এনসিপি নেতা সার্জিস

সমাজমাধ্যমে সার্জিস লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২৩:০৫
Share:

(বাঁ দিকে) মুহাম্মদ ইউনূস এবং সার্জিস আলম (ডান দিকে)। —ফাইল চিত্র।

অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ পদে দেখতে চান সার্জিস আলম! জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা নিজেই এ কথা জানিয়েছেন।

Advertisement

সমাজমাধ্যমে শনিবার সার্জিস লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে’। তাঁর ওই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং ‘জাতীয় নাগরিক কমিটি’র সমন্বয়ে গড়ে ওঠা নতুন দলের ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ হিসাবে জাতীয় সংসদের আগামী নির্বাচনে ইউনূসকে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত, গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রনেতাদের একাংশ ‘আওয়ামী লীগের দালালি করা’র অভিযোগ তোলার পরে বিতর্ক তৈরি হয়েছিল। প্রাক্তন ছাত্রনেতা তথা এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ সরাসরি ৩২ নম্বর ধানমন্ডির মতো ঢাকার সেনানিবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকির ফলে তৈরি হয় উত্তেজনা। এর পরে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবং সার্জিস সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ় জ়ামানের সঙ্গে সাক্ষাৎ করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। সেই বিতর্কে ইতির পরেই এ বার জল্পনার নতুন পর্ব উস্কে দিলের সার্জিস। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে ইউনূস ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement