viral video

বকল্‌স আটকে লিফ্‌টের দরজায় ঝুলছিল ছোট্ট পোষ্য, লাফ দিয়ে উঠে প্রাণ বাঁচাল খুদে, রইল ভিডিয়ো

পোষা কুকুরটিকে নিয়ে লিফ্‌টে প্রবেশ করে বালক। সেই সময় কুকুরের গলার বকল্‌সটি মাটিতে লুটিয়ে পড়েছিল। লিফ্‌টের ভিতরে অর্ধেক এবং বাইরে অর্ধেক পড়ে থাকে সেটি। লিফ্‌টের দরজা বন্ধ হতেই দড়িটি আটকে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৫:২১
Share:
boy saves a dog that stuck in an elevator

ছবি: সংগৃহীত।

উপস্থিত বুদ্ধির জেরে প্রিয় পোষ্যের প্রাণ বাঁচাল এক খুদে। লিফ্‌টের দরজায় বকল্‌‌সটি আটকে দমবন্ধ হয়ে মারা পড়ছিল একটি ছোট্ট সারমেয়। সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে কুকুরটিকে বিপদ থেকে রক্ষা করল তার মালিক। ঘটনাটি ধরা পড়েছে লিফ্‌টে থাকা সিসিটিভিতে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলের গুয়াসে। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা ১১ বছরের বালকের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে বালকের নাম থিয়াগো আব্রেউ ম্যাগালহেস ও তার পোষ্যের নাম মিলু। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মিলুকে নিয়ে লিফ্‌টে প্রবেশ করে থিয়াগো। সেই সময় মিলুর গলার বকল্‌সটি মাটিতে লুটিয়ে পড়েছিল। লিফ্‌টের ভিতরে অর্ধেক এবং বাইরে অর্ধেক পড়ে থাকে সেটি। লিফ্‌টের দরজা বন্ধ হতেই দড়িটি আটকে যায়। লিফ্‌টটি উপরের দিকে উঠতে শুরু করার সঙ্গে সঙ্গে কুকুরটিকেও হ্যাঁচটা টানে উপরের দিকে টানতে শুরু করে। মিলুর দম বন্ধ হয়ে যায়। বাচ্চা কুকুরটিকে বাঁচানোর জন্য থিয়াগো লাফ দিয়ে কলার ধরে ফেলে ও ঝুলে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। কিন্তু থিয়াগো হাল ছাড়ে না এবং কুকুরটিকে ধরে ঝুলে থাকে। কোনও ভাবে কুকুরের গলা থেকে বকল্‌সটি খুলে ফেলতেই নীচে পড়ে যায় মিলু। প্রাণ বেঁচে যায় কুকুরটির।

১৪ মার্চ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এই ভিডিয়ো দেখে প্রচুর মানুষ ছোট্ট থিয়াগোর প্রতি ভালবাসা ও প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৬ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement