viral video

হাসতে হাসতে ১০ ফুটের শঙ্খচূড়কে মুঠোবন্দি করলেন তরুণ! ভিডিয়ো দেখে ‘কিংবদন্তি’ বলল নেটমাধ্যম

কালান্তক সাপকে হেলায় ধরলেন তাইল্যান্ডের এক ব্যক্তি। হাসতে হাসতে বিশাল এক শঙ্খচূড়কে মুঠোর মধ্যে কব্জা করার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১২:২০
Share:
man grabbing a king cobra with ease

ছবি: সংগৃহীত।

শঙ্খচূড়। নাম শুনলেই শিরদাঁড়ায় কাঁপুনি শুরু হয়ে যায় অনেকের, সামনাসামনি হাজির হলে তো কথাই নেই। বিশ্বের অন্যতম বিষাক্ত এই সাপের কামড়ে প্রতি বছর মারা যান বহু মানুষ। এই সাপের কামড়ে হৃৎকম্পন থেমে যেতে পারে। শ্বাসরুদ্ধ হয়ে মারা যান আক্রান্ত ব্যক্তি। সেই কালান্তক সাপকে হেলায় ধরলেন তাইল্যান্ডের এক ব্যক্তি। হাসতে হাসতে বিশাল এক শঙ্খচূড়কে মুঠোর মধ্যে কব্জা করার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক জন নির্ভীক ব্যক্তি হাসিমুখে শান্ত ভাবে একটি বিশাল শঙ্খচূড়কে ধরে ফেলছেন। অন্য এক জন ব্যক্তি সাপের লেজ শক্ত করে ধরে আছেন। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি তাইল্যান্ডের। ভিডিয়োর তরুণ দক্ষতার সঙ্গে সাপের মাথাটি চোখের নিমেষে ধরে ফেলেন। সাপের মনোযোগ অন্য দিকে সরানোর কৌশল ব্যবহার করে তাকে ধরাশায়ী করেন দুই তরুণ। তরুণের সাপ ধরার অতুলনীয় দক্ষতা দেখে তাঁকে নেটাগরিকেরা ‘কিংবদন্তি’ বলে আখ্যা দিয়েছেন।

‘সায়েন্স গার্ল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। ২১ মার্চ পোস্ট করা এই ভিডিয়োটি প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ এই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। প্রচুর মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। এক জন লিখেছেন, ‘‘শঙ্খচূড় ধরার অতুলনীয় দক্ষতা।’’ অন্য এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাড়িতে এটি চেষ্টা না করাই ভাল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement