IPL 2025

আরও একটি মাইলফলক স্পর্শ রোহিতের, গুজরাতের বিরুদ্ধে ম্যাচে কোন নজির গড়লেন?

আরও একটি মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। শনিবার আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতেই গড়েছেন নতুন নজির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২২:৫৯
Share:
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

নতুন মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রান না পেলেও নজির গড়তে সমস্যা হয়নি। শনিবার মহম্মদ সিরাজের বলে আউট হওয়ার আগে রোহিত করেন ৪ বলে ৮ রান।

Advertisement

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন রোহিত। ২০০৭ সালে মুম্বইয়ের হয়ে বরোদার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত। সে বছর ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিশ্বজয়ী দলেরও সদস্য ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। তার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে আইপিএল খেলছেন। শনিবার শুভমন গিলের দলের বিরুদ্ধে নিজের ৪৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাইলফলক স্পর্শ করলেন।

এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এখনও পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তালিকায় চতুর্থ স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ভারতকে জোড়া বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক এখনও পর্যন্ত খেলেছেন ৩৯৩টি ২০ ওভারের ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না। প্রাক্তন অলরাউন্ডারের খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৩৩৬।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement