Viral Video

শাড়ি পরে চরকির মতো ঘুরে ঘুরে নাচ, মহিলার ‘তাণ্ডব’ দেখে হইচই সমাজমাধ্যমে

এক মহিলাকে নাচ করার জন্য অন্য মহিলারা বার বার সাধছেন। কিন্তু সেই মহিলা নাচতেই চাইছেন না। শাড়ির আঁচল কাঁধের উপর দিয়ে টেনে কোমরে গুঁজেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১০:১৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

একটি অনুষ্ঠান উপলক্ষে জড়ো হয়েছিলেন আত্মীয়স্বজনেরা। সেখানে উপস্থিত মহিলাদের পরনে লাল শাড়ি। কেউ মাথায় ঘোমটা টেনে রয়েছেন, কেউ আবার শাড়ির আঁচল কাঁধে তুলে রয়েছেন। সকলে মিলে নাচছেন তাঁরা। সেখানে লাল শাড়ি পরে দাঁড়িয়েছিলেন আরও এক মহিলা। সকলে মিলে তাঁকে নাচার জন্য বার বার সাধছিলেন। কিন্তু লজ্জা পেয়ে বার বার ফিরে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তিনি চরকির মতো ঘুরে ঘুরে এমন নাচতে শুরু করলেন যে, সকলে তাঁকে দেখে দূরে সরে গেলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ফুফাজি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলাকে নাচার জন্য অন্য মহিলারা বার বার সাধছেন। কিন্তু সেই মহিলা নাচতেই চাইছেন না। শাড়ির আঁচল কাঁধের উপর দিয়ে টেনে কোমরে গুঁজেছেন তিনি। হঠাৎ করেই গোল গোল করে ঘুরে হাত-পা ছুড়ে নাচতে শুরু করলেন তিনি। এক নজরে দেখলে মনে হয়, বন বন করে চরকি ঘুরছে। তাঁর নাচ দেখে সেখানে উপস্থিত অন্য মহিলারা সরে গেলেন। নেচে বাজিমাত করলেন তিনি একাই।

ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক নেটাগরিক বলেছেন, ‘‘উনি যে এমন চরকির মতো পাক খেয়ে নাচ করবেন, তা মনে হয় বাকিরা জানতেন না।’’ ভিডিয়োটি ভাইরাল হলেও ঘটনাটি কোথাকার, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement