viral video of bike stunt

বাস্তবের ‘ধুম’! বাইক নিয়ে কসরত দেখাতে গিয়ে শূন্যে উড়লেন তিন জন, ভাইরাল ভিডিয়ো

মোটরবাইক নিয়ে কেরামতির ফল অবশ্য হাতেনাতে পেয়েছেন তিন যুবক। মোটর বাইক সমেত রাস্তায় পড়ে গিয়ে ছিটকে যান তিন জনই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:০০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তা দিয়ে সাঁই সাঁই বেগে ঝড়ের গতিতে চলছে মোটরবাইক। একটা নয়, পর পর দুটি বাইকের ভয়ানক স্টান্ট দেখে থমকে গিয়েছে সমাজমাধ্যম। মোটরবাইক নিয়ে কেরামতির ফল অবশ্য হাতেনাতে পেয়েছেন তিন যুবক। মোটরবাইক সমেত রাস্তায় পড়ে গিয়ে ছিটকে গেলেন তিন জনই। সেই ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে আঁতকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। জীবন বাজি রেখে স্টান্ট দেখানোর বিপদ উপেক্ষা করেই সমাজমাধ্যমে নজর কাড়ার বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। ‘বিশাল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই বিতর্কিত ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সড়কের মধ্যে দু'টি বাইকের মধ্যে স্টান্টের প্রতিযোগিতা হচ্ছে। একটি বাইকে সওয়ারি ছিলেন দুজন। অন্যটিতে তিন জন। কারও মাথায় হেলমেট ছিল না। বাইকগুলিকেও প্রায় মাটিতে ছুঁইয়ে কসরত দেখাতে থাকেন দুটি বাইকের চালকই। একটি কোনওমতে বেঁচে গেলেও দ্বিতীয় বাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তিন জন যুবক বাইক থেকে ছিটকে পড়ে যান। রাস্তায় ঘষা লেগে বাইক থেকে আগুনের ফুলকি বেরোতেও দেখা যায়। কয়েক ফুট দূরে ছিটকে যায় বাইকটি। গোটা ঘটনা দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি ১৮ নভেম্বর পোস্ট হওয়ার পর থেকে সমাজমাধ্যমের ব্যাপক নজর কেড়েছে। প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন ‘‘কী ভাবে এরা বাইক চালানোর লাইসেন্স পান!’’ বাইকচালকের আচরণের সমালোচনা করে এক জন লিখেছেন, ‘‘ইনি নিজের সঙ্গে অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement