Viral Video

সুযোগ পেয়ে মাথায় চেপে বসল সিংহশাবক, তরুণীকে আদর করল জিভ দিয়ে! রইল মন ভাল করা ভিডিয়ো

তরুণীর সঙ্গে একই বিছানায় শুয়ে রয়েছে চারটি সিংহশাবক। সকলে মিলে তরুণীকে আদরও করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৯:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে ঘরের মধ্যে শুয়ে রয়েছেন এক তরুণী। কিন্তু ঘরে তিনি একা নেই। তাঁর সঙ্গে রয়েছে আরও অনেকে। তরুণীর বিছানার উপর উঠে পড়েছে চার চারটি সিংহশাবক। কেউ তরুণীর কপালে, কেউ আবার তরুণীর গালে মাথা রেখে শুয়ে রয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ফ্রেয়াঅ্যাসপিনাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, তরুণীর সঙ্গে একই বিছানায় শুয়ে রয়েছে চারটি সিংহশাবক। সকলে মিলে তরুণীকে আদরও করছে। তরুণীর নাম ফ্রেয়া অ্যাসপিনাল। ব্রিটেনের এই তরুণী পেশায় পরিবেশ সংরক্ষণবিদ। ওই চারটি সিংহশাবককে উদ্ধার করেছেন ফ্রেয়া। নিজস্ব অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে ফ্রেয়া জানান, খুব শীঘ্রই ওই শাবকগুলিকে আফ্রিকায় পাঠানোর ব্যবস্থা করবেন তিনি।

ভিডিয়োটি দে‌খে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘শাবকগুলি আপনাকে খুবই ভালবাসে। আমার মনটা ভরে গেল।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘সিংহদেরও ভালবাসার বোধ রয়েছে। ওরা যে জিভ দিয়ে আদর করছে, জড়িয়ে রয়েছে তা দেখলেই ওদের মনের অনুভূতি বোঝা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement