—প্রতীকী ছবি।
ভারতের নাগরিক। তবে কর্মসূত্রে তুরস্কে থাকেন তরুণ। বিয়ের জন্য ছুটির আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিয়ের জন্য ছুটি দেওয়া যাবে না বলে তাঁর বস্ ছুটি খারিজ করে দেন। তাই বাধ্য হয়ে ভিডিয়ো কলেই বিয়ে সারতে হয় তরুণকে।
তরুণের নাম আদনান মহম্মদ। চাকরিসূত্রে তুরস্কে থাকেন তিনি। আদতে তিনি ছত্তীসগঢ়ের বিলাসপুরের বাসিন্দা। তাঁর হবু স্ত্রী হিমাচল প্রদেশের মান্ডিতে থাকেন। আদনানের হবু স্ত্রীর দাদুর ইচ্ছা ছিল, মৃত্যুর আগে তিনি নাতনির বিয়ে দেখে যাবেন। তাই বিয়ের তারিখ তাড়াতাড়ি ঠিক করে ফেলেন তাঁরা। বিয়ে উপলক্ষে দেশে ফেরারও কথা ছিল আদনানের। কিন্তু ছুটির আবেদন খারিজ করে দেন তাঁর বস্। এ দিকে বিয়ের তারিখও পিছিয়ে দেওয়া যাবে না। অগত্যা ভিডিয়ো কলেই বিয়ে সারতে হল আদনানকে। পিটিআই সূত্রে খবর, বরযাত্রী নিয়ে বিলাসপুর থেকে মান্ডিতে যান আদনানের পরিবারের সদস্যেরা। বর এবং কনেপক্ষের উপস্থিতিতে ভিডিয়ো কলে আদনানের সঙ্গে বিয়ে সারেন তরুণী।
খবরটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‘এ আবার কেমন কথা? বিয়ের জন্যও যদি ছুটি পাওয়া না যায়, তা হলে তো সমস্যা।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘নিশ্চয়ই বিয়ের নিমন্ত্রণ পাননি। সে কারণেই রাগ করে ছুটির আবেদন ফিরিয়ে দিয়েছেন বস্।’’