ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বার বার অনুরোধ করা সত্ত্বেও গাড়ি ফেরত নিতে চায়নি শোরুম। রেগে গিয়ে শেষমেশ ওই গাড়ি নিয়েই শোরুম ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। আমেরিকার উটার ঘটনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম মাইকেল মারে। টিম ডাহলে মাজদা সাউথটাউনের কাছের একটি শোরুম থেকে সম্প্রতি একটি ‘সুবারু আউটব্যাক’ গাড়ি কিনেছিলেন তিনি। তবে গাড়ি নিয়ে সন্তুষ্ট না থাকায় তিনি ওই শোরুম কর্তৃপক্ষকে বার বার সেটি ফেরত নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তবে সেই অনুরোধে সাড়া দেয়নি শোরুম। এর পরেই রেগে গিয়ে তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন বলে খবর।
ওই যুবকের গাড়ি চালিয়ে শোরুম ভেঙে ঢুকে যাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে এসে শোরুমের কাচ ভেঙে ঢুকে পড়েন মাইকেল। শোরুমের কাচ চুরমার হয়ে চার দিকে ছড়িয়ে-ছিটিয়ে যায়। এর পর গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে থাকেন মাইকেল। তাঁর দিকে রে-রে করে তেড়ে যান শোরুমের নিরাপত্তাকর্মীরা। এক জন পুলিশকে ডাকার কথাও বলেন। তবে মাইকেল শোরুমের কর্মীদের গালিগালাজ করে সেখান থেকে বেরিয়ে যান। তবে পরে মাইকেলকে পুলিশ গ্রেফতার করে বলে খবর।
ভাইরাল ওই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু নেটাগরিক দেখেছেন। দেড় কোটির বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।