আরাধ্যার উপর কেন ভরসা নেই অভিষেকের? ছবি: সংগৃহীত।
গত এক বছর ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিচ্ছেদের জল্পনা বলিপাড়ায়। তাঁদের এক মাত্র কন্যা আরাধ্যা বচ্চন। মাত্র ১৩ বছর বয়সেই প্রচারের আলো তার উপর। গত এক বছরে বেশির ভাগ সময়েই কিশোরী আরাধ্যাকে দেখা গিয়েছে তার মায়ের সঙ্গে। এক দিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি, অন্য দিকে প্রাক্তন বিশ্বসুন্দরীর কন্যা— এই দুইয়ে মিলে আরাধ্যার উপর প্রত্যাশার চাপ একটু বেশিই। এ দিকে বাবা অভিষেক জানিয়েছেন, মেয়ে আরাধ্যার প্রজন্মের উপর ভরসা নেই। এরা নাকি বড়দের সম্মান করতে পারে না।
সম্প্রতি হিন্দি সিনেদুনিয়ায় ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেতা। এতগুলো বছরে অনেক ওঠাপড়া দেখেছেন। সহ্য করতে হয়েছে সমালোচনা। এর মধ্যেই বড় হচ্ছে বচ্চনদের আগামী প্রজন্ম অর্থাৎ অভিষেকের মেয়ে আরাধ্যা। এক দিকে মেয়েকে নিয়ে যেমন প্রত্যাশা রয়েছে সে বচ্চন পদবির মান রাখতে পারবে। তেমনই আশঙ্কা প্রকাশ করে জুনিয়র বচ্চন বলেন, ‘‘এই প্রজন্মের ছেলেমেয়েরা বড়দের সম্মান করে চলতে পারে না।’’ যদিও এই প্রসঙ্গে তাঁর যুক্তি, এই প্রজন্মের ছেলেমেয়েরা ভালবাসা ছাড়া আর কোনও কিছুর জন্যই বাবা-মায়ের উপর নির্ভরশীল নয়। অভিষেকের কথায়, ‘‘আমাদের সময় বাবা-মা যা বলত, তা-ই করতে হত। এখনকার ছেলেমেয়েরা প্রশ্ন করতে পারে। তাদের জানার আগ্রহ অনেক। তারা কিছু জানার জন্য বাবা-মার উপর ভরসা করে না, বরং গুগল করে নেয়।’’
জীবনে ঝড়ঝাপটা এলেও বচ্চন পদবির ভার সব সময় রক্ষা করে এসেছেন। নিজের নাম ও পদবি নিয়ে গর্বিত, নিজেই জানান অভিষেক। এই মুহূর্তে ফিল্মি কেরিয়ারে বিরতি নিয়েছেন। তবে তিনি আশাবাদী, ২০২৫ থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে।