Viral Video

জঙ্গলে তরুণকে কামড়ে ধরল বিশাল সাপ, দাঁত ফুটিয়ে দিল গলায়! তার পর... হাড় হিম করা ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োটি ‘জেজাকসিয়াডেন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১০:৪৭
Share:
Video of snake bite on neck of a youth in Jungle

ছবি: ইনস্টাগ্রাম।

সাপ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী। সাপ দেখলে এমনিই অনেক মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয়। তার উপর সেই সাপ যদি হয় ভয়ঙ্কর, তা হলে তো কথাই নেই। সে রকমই বিশাল এক সাপের ভিডিয়ো প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক তরুণের গলায় কামড় বসিয়েছে প্রকাণ্ড এক সাপ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে এক তরুণের গলা কামড়ে ধরেছে বিশাল এক সাপ। কালো কুচকুচে সাপটির গায়ে হলুদ ডোরাকাটা দাগ। তরুণের গলায় মোক্ষম কামড় বসিয়েছে সে। দাঁত তরুণের গলার চামড়া ভেদ করে গিয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। হাঁটু মুড়ে বসে পড়েছেন মাটিতে। বার বার ছাড়ানোর চেষ্টা করা সত্ত্বেও নাছোড়বান্দা সাপ কিছুতেই ওই তরুণের গলা ছাড়তে রাজি নয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি ‘জেজাকসিয়াডেন’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে হাজার হাজার নেটাগরিককে। যুবক কেমন আছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খুব ভয় পেলাম ভিডিয়োটি দেখে। গা শিউরে উঠল। যুবক কেমন আছেন কে জানে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার শুধু একটাই প্রশ্ন। কী দরকার এ ভাবে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement