Viral Video

‘কাজ নেই’, গানের তালে তালে হাসপাতালের মধ্যেই ডান্ডিয়া নাচ পাঁচ নার্সের! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের একটি কামরায় সরকারি পোশাকেই ডান্ডিয়া নাচছেন পাঁচ নার্স। তাঁদের নাচ শেখাচ্ছেন অন্য এক মহিলা (তিনিও নার্স কি না তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়)। গানের তালে তালে নেচে চলেছেন নার্সেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

হাসপাতালের মধ্যে ডান্ডিয়া নাচছেন নার্সেরা। গানের তালে তালে তাল পড়ছে ডান্ডিয়ার কাঠিতেও। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে হইচই পড়েছে তেলঙ্গানায়। সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমেও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেলঙ্গানার জগতিয়াল জেলার একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে শুক্রবার। ক্রিসমাস উদ্‌যাপনের জন্য ওই নার্সেরা নাচের প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর। নার্সদের নাচের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালের একটি কামরায় সরকারি পোশাকেই ডান্ডিয়া নাচছেন পাঁচ নার্স। তাঁদের নাচ শেখাচ্ছেন অন্য এক মহিলা (তিনিও নার্স কি না তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়)। গানের তালে তালে নেচে চলেছেন নার্সেরা। মন দিয়ে শিখে নিচ্ছেন প্রতিটি ‘স্টেপ’। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়‌োটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মুহূর্তে ওই পাঁচ নার্সের কোনও কাজ না থাকায়, তাঁদের নাচের প্রস্তুতি নেওয়ার অনুমতি দিয়েছিলেন হাসপাতালেরই এক মেডিক্যাল অফিসার। তাঁরা যেখানে নাচছিলেন, তার সামনেই রোগীদের থাকার জায়গা ছিল বলেও জানা গিয়েছে। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে পরিদর্শন করে গিয়েছেন জগতিয়াল জেলার জেলাশাসকও। নেটাগরিকদের একাংশ ওই নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সরব হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement