বেপরোয়া বাইক চালিয়ে তিন মত্ত যুবক পড়লেন দুর্ঘটনার কবলে। —নিজস্ব চিত্র।
নাকা চেকিং থেকে রেহাই পেতে বেপরোয়া বাইক চালিয়ে তিন মত্ত যুবক পড়লেন দুর্ঘটনার কবলে। চারচাকা এবং বাইকের সংঘর্ষে জখম হলেন পাঁচ জন। রবিবার পূর্ব বর্ধমানের মেমারির জিটি রোডের নুদীপুর সেতু সংলগ্ন অঞ্চলের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মেমারি থানার পুলিশ নুদীপুর সেতুর কাছে নাকা চেকিং করছিল। ছোট-বড় সমস্ত যানবাহন আটকে ছিল। ঠিক ওই সময়ে একটি বাইকে করে তিন জন মেমারি থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন। নাকা চেকিং এড়িয়ে পালানোর জন্য বাইকের গতি বাড়ান চালক। সেই সময়ে সামনে থাকা একটি চারচাকার গাড়ির পিছনে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে চালক-সহ তিন জনই রাস্তায় ছিটকে পড়েন। বাইকের ধাক্কায় ওই চারচাকা গাড়িতে থাকা একটি শিশু-সহ দু’জন জখম হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তিন বাইক আরোহীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিন জনেই মত্ত অবস্থায় ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন বাইক আরোহীর নাম প্রদীপ তুড়ি, সুজিত ঠাকুর ও সুজয় তুড়ি। এঁরা সকলে হুগলির পান্ডুয়ার খারাজি পাড়ার বাসিন্দা। আহতদের মধ্যে সুজয় জানান, শুধুমাত্র বাইকচালক প্রদীপের মাথায় হেলমেট ছিল।
অন্য দিকে, চারচাকা গাড়ির চালক শঙ্কর সাধু খাঁ জানিয়েছেন, তাঁর এবং গাড়িতে থাকা সকল সওয়ারির বাড়ি হুগলির মগরায়। বর্ধমানের নবাবহাটের ১০৮ মন্দির দেখে বাড়ি ফিরছিলেন তাঁরা।