Viral Video

দুই সিংহীকে নিয়ে গন্ডার শিকারের চেষ্টা পশুরাজের, পাল্টা শিংয়ের গুঁতোয় দে দৌড়! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সানবোনা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রের একটি ফাঁকা জায়গায় একটি সিংহ এবং দুই সিংহী বসে রয়েছে। এমন সময় সেখানে উদয় হয় বিশাল এক একশৃঙ্গ গন্ডারের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫
Share:

সম্মুখসমরে সিংহ এবং গন্ডার। ছবি: ইউটিউব।

বিশাল একশৃঙ্গ গন্ডারের শিকার করতে জাল পেতেছিল তিন সিংহ-সিংহী। কিন্তু ফল হল উল্টো! গন্ডার নিধনে গিয়ে প্রাণবায়ু বার হওয়ার জোগাড় হল সিংহের। কার্যত লেজ গুটিয়ে পালাল সে। বাকি দু’জন চেষ্টা করেও বাগে আনতে পারল না গন্ডারটিকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার সানবোনা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সানবোনা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রের একটি ফাঁকা জায়গায় একটি সিংহ এবং দুই সিংহী বসে রয়েছে। এমন সময় সেখানে উদয় হয় বিশাল এক একশৃঙ্গ গন্ডার। গন্ডারটিকে দেখেই শিকারের উদ্দেশে গা ঝাড়া দিয়ে ওঠে তিন সিংহ-সিংহী। তাদের দেখে গন্ডারটি ঘুরে চলে যেতে গেলে পিছন থেকে তার উপর হামলা চালায় একটি সিংহী। কিন্তু গন্ডারটি তেড়ে যাওয়ায় সে পালিয়ে যায়। এর পর বীরদর্পে এগিয়ে যায় সিংহ। সামনে থেকে আক্রমণের চেষ্টা চালায় সে। তবে এ বার রেগে যায় গন্ডারটি। সিংহের পেট লক্ষ্য করে শিং দিয়ে গুঁতো মারে। আর সেই শিংয়ের গুঁতোয় কুপোকাত হয় সিংহ বাবাজি। সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায় সে। অবস্থা বেগতিক দেখে দ্বিতীয় সিংহী অবশ্য গন্ডারের ধারেকাছেই যায়নি। এর পর গন্ডারটি চলে যেতে উদ্যত হলে একেবারে প্রথমে হামলা চালানো সিংহী আবার ধাওয়া করে গন্ডারটিকে। তবে হামলা চালানোর সাহস আর পায়নি। পুরো ঘটনা কিছুটা দূরে গাড়ির মধ্যে থাকা এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সানবোনা বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রের গাইড জর্ডন ডেভিডসন ভিডিয়োটি প্রথম প্রকাশ্যে এনেছেন। ইউটিউবে ইতিমধ্যেই ১৫ লক্ষের অধিক বার সেই ভিডিয়ো দেখা হয়েছে। লাইক-কমেন্টের ঝড়় উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement