পুলিশের নজরে জঙ্গি সন্দেহে ধৃতের প্রতিবেশীও। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আগেই গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। তাঁদের মধ্যে এক ধৃতের প্রতিবেশীর বাড়়িতে এ বার অভিযান চালাল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার হরিহরপাড়ার রুকুনপুর পঞ্চায়েতের মাগুড়া গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের রফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় তারা। ওই সময় রফিকুল বাড়িতে ছিলেন না। তাই বাড়িতে নোটিস দিয়ে এসেছে পুলিশ। আগামী ২৭ জানুয়ারি তাঁকে কলকাতায় তলব করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থেকে জঙ্গি সন্দেহে ধৃত মিনারুলকে জিজ্ঞাসাবাদ করে তাঁর প্রতিবেশী রফিকুল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ধৃত ব্যক্তির ফোনের কল লিস্ট পরীক্ষা করে রফিকুল এবং মিনারুলের দীর্ঘ কথোপকথনের প্রমাণও পেয়েছে এসটিএফ। তদন্তকারীদের একটি সূত্রে দাবি, মিনারুল বেশ কয়েক বার অসম গিয়েছিলেন। তাঁর সফরে সঙ্গী হতেন রফিকুলও।
যদিও রফিকুল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পেঁয়াজের বীজ ও চাষাবাদ সংক্রান্ত কথাবার্তা ছাড়া অন্য কোনও বিষয়ে মিনারুলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। ইতিমধ্যেই তিনি আইনজীবীর সঙ্গে কথা বলেছেন পুলিশি তলব নিয়ে। রফিকুল বলেন, ‘‘পেঁয়াজ চাষ করতাম। মিনারুল পেঁয়াজের বীজ বিক্রি করত। এ ছাড়াও চাষবাস নিয়ে কথা হত। সেই সংক্রান্ত কথোপকথনের তথ্য পুলিশ পেতে পারে। আমি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছি। তদন্তে সব রকম সহযোগিতা করব।’’