Viral Video

সিংহের ছদ্মবেশে সিংহের ডেরায় ঢুকে নিজস্বী! পশুরাজের তাড়া খেয়ে গাছে চড়লেন যুবক, তার পর...

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহের ছদ্মবেশে সিংহেরই ডেরায় ঢুকে গিয়েছেন এক যুবক। তাঁর হাতে নিজস্বী দণ্ড (সেল্‌ফি স্টিক)। সেটির মাথায় ক্যামেরা বাঁধা। সোজা গিয়ে একটি সিংহ এবং একটি সিংহীর মাঝখানে বসে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:৫৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বন্য সিংহ যে ঠিক কতটা ভয়ঙ্কর তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক বার সিংহের খপ্পরে পড়লে পালানো প্রায় অসম্ভব। যেচে সিংহের মুখের কাছে যাওয়ার সাহস অনেক তাবড় বীরপুরুষও দেখাবেন না। কিন্তু ওই কাণ্ডই করে দেখালেন এক যুবক। সিংহের পোশাকে সিংহের ডেরায় ঢুকে তাক লাগালেন তিনি। শুধু সিংহের ডেরায় ঢুকলেনই না, সিংহদের সঙ্গে নিজস্বীও তুললেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহের ছদ্মবেশে সিংহেরই ডেরায় ঢুকে পড়েছেন এক যুবক। তাঁর হাতে নিজস্বী দণ্ড (সেল্‌ফি স্টিক)। সেটির মাথায় ক্যামেরা বাঁধা। সোজা গিয়ে একটি সিংহ এবং একটি সিংহীর মাঝখানে বসে পড়েন তিনি। তাঁকে দেখেই সন্দেহ হয় পশুরাজের। গন্ধ শুঁকতে থাকে বার বার। বেগতিক দেখে সিংহের পোশাকেই দু’পায়ে উঠে দাঁড়ান ওই যুবক। পরিকল্পনা ভেস্তে যেতে পারে ভেবে চটপট নিজস্বী তুলতে থাকেন তিনি। তবে তত ক্ষণে পশুরাজের সন্দেহ তুঙ্গে উঠেছে। বিপদে পড়তে পারেন ভেবে এর পর ওই অবস্থাতেই দৌড়তে শুরু করেন যুবক। তাঁকে তাড়া করে সিংহ-সিংহী। এর পর ভয় পেয়ে একটি গাছে উঠে পড়েন তিনি। ধাওয়া করে সিংহীও গাছের নীচে চলে যায়। এর পর ওই নিজস্বী দণ্ড সিংহীর দিকে বাড়িয়ে দেন যুবক। হাতে করে গাছটি নাড়তেও থাকেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

গত ২৬ অক্টোবর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ৩৫ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। অনেকে অনেক মজার মন্তব্যও করেছেন। তবে যুবকের পরিণতি কী হল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement