Idli Burger

ইডলি দিয়ে বানানো হচ্ছে বার্গার! দেখে শোকে পাথর খাদ্যরসিকেরা

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ২২:০৬
Share:

ছবি: সংগৃহীত।

দক্ষিণ ভারতীয় খাবার ইডলি। আর বার্গার হল খাস আমেরিকান। দুই খাবারের কোনও মিল নেই। থাকার কথাও নয়। কিন্তু ভারতের রাস্তার ধারের এক খাবার বিক্রেতা দুই খাবারকে মিলিয়ে দিলেন।

Advertisement

এর আগে ইতালির পিৎজ়া আর দক্ষিণভারতীয় দোসাকে একসঙ্গে মিলিয়ে নতুন পদ তৈরি করেছিলেন এই ভারতীয় পথচলতি খাবার বিক্রেতারাই। তর্কের খাতিরে তাই বলা যেতেই পারে দোসা যদি পিৎজ়া হয়, তবে ইডলির বার্গার হতে অসুবিধা কিসে। কিন্তু খাদ্য রসিকেরা সেই যুক্তির ধার দিয়েও যাচ্ছেন না।

ইডলি দিয়ে বার্গার বানাতে দেখে তাঁরা বলেছেন, ‘‘এই রেসিপি দেখার পরে দক্ষিণ ভারতীয় সিনেমার মতো গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement