ছবি: এক্স থেকে নেওয়া।
জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল একদল হায়না। হঠাৎ আক্রমণ করল পশুরাজ। কামড়ে ধরল একটি হায়নার ঘাড়। তবে বাকিরা ভয় পেলেও পালিয়ে গেল না। বন্ধুকে বাঁচাতে মরিয়া হায়নারা পাল্টা আক্রমণ চালাল সিংহের উপর। উদ্ধারও করল বন্ধুকে। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একদল হায়না। হঠাৎই ঝোপের আড়ালে থেকে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। ঘাড় কামড়ে ধরে একটি হায়নার। চিৎকার করতে থাকে হায়নাটি। হায়নার দলের বাকিরা প্রথমে ভয় পেয়ে পালিয়ে গেলেও সঙ্গে সঙ্গেই ফিরে আসে। একজোট হয়ে পাল্টা আক্রমণ করে সিংহটিকে। পশুরাজ প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও পরের দিকে আর পেরে ওঠেনি। ঘাড় কামড়ে ধরা হায়নাটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর পর সিংহটি এলাকা ছেড়ে পালিয়েও যায়।
বুধবার ‘নেচার ইজ় অ্যামেজিং’ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ৫০ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখেওছেন বহু মানুষ। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মানুষ যেমন হায়নার দলের সাহসিকতার প্রশংসা করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন। এক জন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘এ রকম বন্ধু খুঁজে পাওয়া এখনকার দিনে দুষ্কর। আমারও যদি এ রকম বন্ধু থাকত।’’