উদিপির রাস্তায় যমরাজ । ছবি: সংগৃহীত।
মৃতদের নিয়ে লাফ দেওয়ার প্রতিযোগিতা, আর তা পরিচালনা করছেন স্বয়ং যমরাজ ও তাঁর সঙ্গী চিত্রগুপ্ত! দিনের আলোয় ব্যস্ত রাস্তায় যমরাজ দস্তুরমতো ফিতে মেপে জানিয়ে দিচ্ছেন কে কত দূরত্ব লাফ দিতে পারছেন। পাশে দাঁড়িয়ে সেই সব হিসাব খাতায় লিখে রাখছেন চিত্রগুপ্ত। মাথায় মুকুট, সোনালি-কালোর জমকালো বেশ, মোটা গোঁফদাড়ি, কাঁধে গদা নিয়ে দাঁড়িয়ে থাকা পৌরাণিক মৃত্যু দেবতা যমরাজকে দেখে থমকে যাচ্ছেন পথচলতি মানুষ। গোটা ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কার্তিক রেড্ডি নামের এক ব্যক্তির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সেখানে দেখা গিয়েছে, জলকাদা ভর্তি বড় বড় গর্ত, আর সেগুলি এক লাফে পেরিয়ে যাচ্ছে কখনও এক কঙ্কাল, তো কখনও সাদা পোশাক পরা ‘ভূত’। কর্নাটকের উদিপিতে এমনই এক অভিনব প্রতিবাদের আয়োজন করেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদকারীরা সেজেছেন যমরাজ, চিত্রগুপ্ত ও অশরীরীর সাজে। উদিপির রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই অভিনব পন্থা নিয়েছেন বলে সংবাদমাধ্যমসূত্রে খবর। ভিডিয়ো সমাজমাধ্যমে আসার পরই সেখানকার বাসিন্দারা রাস্তার বেহাল দশা নিয়ে মুখর হন ও প্রশাসনের কাজকর্ম নিয়ে সমালোচনা শুরু হয় সমাজমাধ্যমেই।