Pakistan Super League

সমস্যায় পাকিস্তান সুপার লিগ, খেলতে চাইলেও এখনও বোর্ডের ছাড়পত্র পাননি ইংরেজ ক্রিকেটারেরা

পাকিস্তানের লিগে খেলার ছাড়পত্র এখনও পাননি ইংরেজ ক্রিকেটারেরা। যে সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হবে, ওই একই সময়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে। সেই কারণেই এখনও ছাড়পত্র দেয়নি বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৪৬
Share:

স্যাম বিলিংস। —ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগে খেলতে চাইছেন ইংল্যান্ডের কিছু ক্রিকেটার। নামও লিখিয়েছেন। কিন্তু ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের ছাড়পত্র এখনও পাননি সেই ক্রিকেটারেরা। যে সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হবে, ওই একই সময় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে। সেই কারণেই এখনও ছাড়পত্র দেয়নি বোর্ড।

Advertisement

এই বছর পিএসএল এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। চলবে মে মাস পর্যন্ত। এর আগে কখনও এই প্রতিযোগিতা এপ্রিলে হয়নি। কিন্তু এই বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় পিএসএল আয়োজন করা সম্ভব হচ্ছে না। একই সময় আইপিএল হবে ভারতে। ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আইপিএল খেলবেন। তবে কিছু ক্রিকেটারের নাম রয়েছে পিএসএলের ড্রাফ্‌টে। টম কোহলার-ক্যাডমোর (পেশোয়ার জালমি), স্যাম বিলিংস (লাহোর কালান্দর্স) এবং টম কারেনের (লাহোর কালান্দর্স) নাম রয়েছে ড্রাফ্‌টে। সেই সঙ্গে জেমস ভিন্স (করাচি কিংস), ক্রিস জর্ডন (মুলতান সুলতানস) এবং ডেভিড উইলিকে (মুলতান সুলতানস) তাঁদের দল ধরে রেখেছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সময়ে ক্রিকেটারদের আইপিএল ছাড়া বিদেশের অন্য লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। ফলে পিএসএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো লিগগুলিতে খেলার ছাড়পত্র পাওয়া কঠিন হয়ে গিয়েছে ইংরেজ ক্রিকেটারদের। তবে যে ক্রিকেটারেরা শুধু সাদা বলের ক্রিকেট খেলেন, তাঁদের ছাড়পত্র দিতে পারে বোর্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement