Mohun Bagan

আরও একটা ডার্বি জয়, বছরের শুরুতেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের ‘হ্যাটট্রিক’

প্রথমে অনূর্ধ্ব-১৫ দল। তার পর সিনিয়র দল। এ বার অনূর্ধ্ব-১৭ দল। পাঁচ দিনের মধ্যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জয়ের হ্যাটট্রিক করে ফেলল মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৫১
Share:

জয়ের পর মোহনবাগান ফুটবলারদের ‘স্টেনগান’ সেলিব্রেশন। ছবি: সমাজমাধ্যম।

প্রথমে অনূর্ধ্ব-১৫ দল। তার পর সিনিয়র দল। এ বার অনূর্ধ্ব-১৭ দল। পাঁচ দিনের মধ্যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জয়ের হ্যাটট্রিক করে ফেলল মোহনবাগান। বুধবার অনূর্ধ্ব-১৭ আই লিগে নিজেদের মাঠে মোহনবাগান ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে। একমাত্র গোল আদিত্য মণ্ডলের।

Advertisement

ইস্টবেঙ্গলের সিনিয়র দল আইএসএলে গত দশটি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জয় পায়নি। হেরেছে ন’টিতেই। তবে ছোটদের ডার্বিতে একটু হলেও দাপট ছিল ইস্টবেঙ্গলের। গত মরসুমে একাধিক ডার্বি জিতেছিল তারা। সেই দাপটও শেষ হল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ দিন ৭৯ মিনিটের মাথায় গোলটি করে আদিত্য। কর্নার থেকে ভাসানো বলে হেড করেছিল মোহনবাগানের এক ফুটবলার। তা আসে আদিত্যের সামনে। বক্সের মাথা থেকে তার শট ইস্টবেঙ্গলের এক ফুটবলারের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।

Advertisement

গত ১১ জানুয়ারি অনূর্ধ্ব-১৫ ডার্বিতে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিল তারা। মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে উঠেছিল রাজদীপ পাল। নির্ধারিত সময়ের খেলায় সমতা ফিরিয়েছিল। পরে সংযুক্তি সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেছিল রাজদীপ।

সে দিনই গুয়াহাটিতে আইএসএলের ডার্বি হয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে জেমি ম্যাকলারেনের করা গোল শোধ দিতে পারেনি ইস্টবেঙ্গল। প্রায় আধ ঘণ্টা দশ জনে খেলতে হয়েছিল তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement