Viral Video

‘অপরিষ্কার এবং ভয়ঙ্কর হলেও আমি দিল্লিকে ভালবাসি’! রাজধানীর প্রশংসায় পঞ্চমুখ বিদেশি ব্লগার

সম্প্রতি ইনস্টাগ্রামে সিন হামন্ড নামে এক বিদেশি ব্যক্তির দিল্লি ভ্রমণের একটি রিল ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে তিনি দিল্লি এবং সেখানকার রাস্তাঘাট, দর্শনীয় স্থান, মানুষজন প্রভৃতি নিয়ে নানা ভাল ভাল কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:৪৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিদেশি ব্লগারের মুখে ভারতের রাজধানীর গুণগান। সম্প্রতি ইনস্টাগ্রামে সিন হামন্ড নামে এক বিদেশি ব্যক্তির দিল্লি ভ্রমণের একটি রিল ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে তিনি দিল্লি এবং সেখানকার রাস্তাঘাট, দর্শনীয় স্থান, মানুষজন প্রভৃতি নিয়ে নানা বিষয়ে ভাল ভাল কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে যে সেটি দিল্লিরই নানা স্থানে ক্যামেরাবন্দি করা হয়েছে।

Advertisement

ভিডিয়োর শুরুতে সিনকে বলতে শোনা গিয়েছে, ‘‘দিল্লি খুব অপরিষ্কার এবং ভয়ঙ্কর। আমি এখানে আসার কথা জানানোর পর সবাই আমায় দিল্লির ব্যাপারে এই কথাই বলেছিল। কিন্তু আমি দিল্লিকে খুব ভালবাসি।’’ এর পর তিনি একে একে দিল্লির কোন কোন বিষয় তাঁর মনে ধরেছে সেই সম্বন্ধে বলতে থাকেন। সিনের মনে হয়েছে দিল্লির রাস্তাঘাট খুব ‘প্রাণবন্ত এবং রঙিন’। এখানকার খাবারও তাঁর খুব সুস্বাদু লেগেছে। ভারতীয়দের আতিথেয়তা এবং বন্ধুপ্রীতি সিনের খুব মনে ধরেছে।

দিল্লিতে যে ঘুরতে যাওয়ার নানা জায়গা রয়েছে সেই ব্যাপারটি নিয়েও সিন তাঁর ভাললাগা প্রকাশ করেছেন। অক্ষরধাম মন্দির তাঁর সবচেয়ে পছন্দ হয়েছে। এই মন্দিরের স্থাপত্যকার্য তাঁর খুব ভাল লেগেছে। সিন তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ভিডিয়োটি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভিডিয়োটির ক্যাপশনেও তিনি জানিয়েছেন যে, ভারতের মধ্যে তিনি সবচেয়ে বেশি দিল্লিতেই ঘুরতে আসেন। তাঁর মতে, এমন বহু মানুষ রয়েছেন যাঁরা ভারতে এসে কেবলমাত্র গোয়া অথবা কেরলেই ঘুরতে যান, তাঁদের অবশ্যই এক বার দিল্লি যাওয়া উচিত। ভারতের মধ্যে দিল্লিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানিয়েছেন সিন।

Advertisement

ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেটি ঝড়ের বেগে শেয়ার হয়েছে। ১৩ হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। বহু মানুষ তাঁর এই পোস্টে সহমত জানিয়ে মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement