ছবি: এক্স থেকে নেওয়া।
জলে নেমে কুমির শিকার করল এক হিংস্র জাগুয়ার। জলের মধ্যেই কুমিরটির গলা কামড়ে ধরে মেরে ফেলল সে! এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরাল সেই ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি নদীতে ঝাঁপিয়ে কুমির শিকারে নেমেছে একটি জাগুয়ার। তীক্ষ্ণ দাঁতে কুমিরটির গলা কামড়ে ধরে রেখেছে সে। বিশালাকার কুমিরটি সর্বশক্তি দিয়ে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি। কুমিরটির গলা ছিন্নভিন্ন করে তাকে মেরে ফেলে জাগুয়ারটি। এর পর কুমিরটিকে টেনে টেনে নদীর পারে নিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ১৬ ডিসেম্বর ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। জাগুয়ারের ক্ষমতার কথা ভেবে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জাগুয়ারের চোয়াল যে এত শক্ত তা আমি জানতাম না। অবাক হয়ে গেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অনেকেই ভাবছেন যে কুমিরটি কেন প্রতিরোধ করছে না? আসলে জাগুয়ারের মরণকামড় থেকে প্রাণ বাঁচানো মুশকিল।’’