Mumbai Crime News

‘দিদিকে বেশি ভালবাসো তুমি’, বলেই ছুটে গিয়ে বৃদ্ধা মায়ের বুকে ছুরি বসিয়ে দিলেন মেয়ে!

দিদির প্রতি মায়ের পক্ষপাত বেশি, এই অভিমানে বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করলেন ৪১ বছরের মহিলা। তার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১০:৫৮
Share:

৬২ বছরের বৃদ্ধা মাকে খুন করলেন ৪১ বছরের কন্যা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মা দিদিকে বেশি ভালবাসেন। বরাবরের অনুযোগ ছিল ছোট মেয়ের। তা নিয়ে ঝগড়া করতে করতে সেই মাকেই খুন করে বসলেন মহিলা। বৃদ্ধা মায়ের বুকে ছুরি বসিয়ে দিলেন তিনি। এক বার নয়, একাধিক বার।

Advertisement

মুম্বইয়ের কুরলার কুরেশি নগর এলাকার ঘটনা। মৃত মহিলার নাম সাবিরা বানো (৬২)। ছোট মেয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই দিদিকে বেশি ভালবাসা এবং দিদির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন ৪১ বছরের রেশমা কাজ়ি। তাঁর অভিযোগ ছিল, সব ক্ষেত্রেই বড় মেয়েকে এগিয়ে রাখেন মা। বড় মেয়ের প্রতি তাঁর পক্ষপাত রয়েছে। কিন্তু এই অভিযোগ মানতে চাননি বৃদ্ধা। তিনি জানান, দুই কন্যাকেই তিনি সমান চোখে দেখেন।

মা এবং মেয়ের এই বচসা চলে দীর্ঘ ক্ষণ। ঝগড়া করতে করতে রেশমা চিৎকার করে বলে ওঠেন, ‘‘তুমি দিদিকেই বেশি ভালবাসো।’’ বলেই ছুটে রান্নাঘরে চলে যান তিনি। সেখান থেকে ছুরি নিয়ে এসে মায়ের বুকে বসিয়ে দেন। একাধিক বার কুপিয়ে খুন করেন মাকে। তার পর নিজে নিকটবর্তী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Advertisement

বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরিবারের লোকজন এবং প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মায়ের সঙ্গে ঠিক কী কী কথা হয়েছিল অভিযুক্তের, বৃদ্ধার কোনও কথায় তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন কি না, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে সে সম্পর্কে জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহিলার দিদিকেও। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement