Viral Video

দু’হাতই কাটা! তা-ও স্কুটি চালিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন খাবার, ‘সুপারহিরো’র তকমা পেলেন ডেলিভারি বয়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ডেলিভারি সংস্থার পোশাক পরে এবং ব্যাগ পিঠে নিয়ে একটি রেস্তরাঁ থেকে বেরোচ্ছেন এক যুবক। তাঁর দুটো হাতই কাটা। তবে তা নিয়ে একটুও উদ্বিগ্ন নন সেই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০৯:২৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

দু’হাতেরই কব্জির উপর অবধি কাটা। কোনও কিছু ধরতে পারেন না। তার মধ্যেই ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে সমাজমাধ্যমে ‘সুপারহিরো’র তকমা পেলেন এক ডেলিভারি বয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোনও বাধাই তাঁকে আটকাতে পারেনি। স্কুটির হ্যান্ডলে কাটা হাত বেঁধেই ঘুরে ঘুরে খাবার ডেলিভারি দেন ওই যুবক। তাঁর সেই কঠিন সংগ্রামের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ডেলিভারি সংস্থার পোশাক পরে এবং ব্যাগ পিঠে নিয়ে একটি রেস্তরাঁ থেকে বেরোচ্ছেন এক যুবক। তাঁর দুটো হাতই কাটা। তবে তা নিয়ে একটুও উদ্বিগ্ন নন সেই যুবক। কাটা হাতের সামনের অংশ স্কুটির হ্যান্ডলে থাকা একটি রবারের ব্যান্ডে বেঁধে নেন তিনি। এর পর স্বাচ্ছন্দ্যে স্কুটি চালিয়ে যান। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখছিলেন বাইকে বসে থাকা এক তরুণ। এ বার তিনি এগিয়ে যান সেই ডেলিভারি বয়ের কাছে। তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি স্কুটি চালাতে পারেন?’’ জবাবে মাথা নেড়ে হাসেন শুধু। এর পর আবার ওই তরুণ বলেন, ‘‘আপনাকে দেখে খুব ভাল লাগছে।’’

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ওই ডেলিভারি বয়ের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এমন নায়কদের প্রতি শ্রদ্ধা। এঁরা বাস্তব জীবনের সুপারহিরো, যাঁরা শেখায় কী ভাবে লড়াই করতে হয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, “ঈশ্বর ওঁর মঙ্গল করুন। জীবনের সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করে এগিয়ে চলেছেন। আপনাকে স্যালুট স্যর।” তবে ওই ডেলিভারি বয় হেলমেট না পরে স্কুটি চালানোর কারণে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘ওঁর সাহস এবং প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। তবে নিরাপত্তার জন্য হেলমেট পরা উচিত যুবকের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement