Viral Video

চলন্ত ট্রেনের মাথায় চড়ে নাচ, এক কামরা থেকে অন্য কামরায় লাফ, বাংলাদেশি মহিলার ভিডিয়োয় হইচই

ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘দ্য মিম পার্টি’ থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি স্টেশনের সামনে দিয়ে ট্রেন ছুটে চলেছে। ট্রেনের উপর লেখা, বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটির ছাদে এক তরুণীকেও দেখা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৯:৩৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

চলন্ত ট্রেনের মাথায় চড়ে দৌ়ড়চ্ছেন। নাচছেন হাত-পা তুলে। বাংলাদেশি এক তরুণীর এ হেন কাণ্ডে হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজায় মেতেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘দ্য মিম পার্টি’ থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি স্টেশনের সামনে দিয়ে ট্রেন ছুটে চলেছে। ট্রেনের উপর লেখা, বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটির ছাদে এক তরুণীকেও দেখা যাচ্ছে। তাঁর পরনে হালকা কমলা রঙের কুর্তি, পায়ে ছাইরঙা প্যান্ট। হঠাৎ করেই চলন্ত ট্রেনের ছাদে দৌড়াতে শুরু করেন ওই তরুণী। এক লাফে এক কামরা থেকে অন্য কামরার ছাদে চলে যান। ট্রেনটি যে দিকে যাচ্ছিল তার উল্টো দিকে দৌড়াচ্ছিলেন তিনি। কিছুটা দৌড়ে গিয়ে আবার পিছনের দিকে আসতে শুরু করেন। একই সঙ্গে হাত-পা তুলে নাচতেও শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ট্রেনের গায়ে ‘বাংলাদেশ রেলওয়ে’ লেখা থাকার কারণেই নেটাগরিকেরা মনে করছেন ঘটনাটি বাংলাদেশে ঘটেছে।

ইনস্টাতে পোস্ট করা ওই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ২ কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। কেউ কেউ আবার উদ্বেগ প্রকাশ করেছেন মহিলার নিরাপত্তা নিয়ে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দেখে মনে হচ্ছে সত্যিকারের সাবওয়ে সা‌র্ফার গেম চলছে। হাসি থামাতে পারছি না।” অন্য এক জনের কথায়, ‘‘এতে হাসির কিছু নেই। এরা কী পাগল! যদি পড়ে যায় তা হলে কী হবে? এই ধরনের বেপরোয়া আচরণের প্রশংসা করা উচিত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement