Viral Video

যেন শূন্যে ভাসছে! দু’পায়ে দাঁড়িয়ে থাকা অদ্ভুতদর্শন পেল্লায় বাড়ির ছবি ভাইরাল হতে হইচই

‘বদলতি হ্যায় দুনিয়া’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডলের ওই পোস্টে দেখা গিয়েছে, রাস্তার উপরে একটি বাড়ি তৈরি করা হয়েছে। নীচে গাড়ি চলাচলের জায়গা রয়েছে। দেখে মনে হবে, লম্বা লম্বা দু’পায়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০৯:১২
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

যাতায়াতের একটি রাস্তা, খুব একটা চওড়া নয়। মফস্‌সল এলাকায় পাড়ার মধ্যে যে রকম রাস্তা দেখা যায়, খানিকটা সে রকমই। আর সেই রাস্তার উপরেই তুলে দেওয়া হয়েছে পেল্লায় পাকা বাড়ি। তাতে অবশ্য লোকজনের যাতায়াতের অসুবিধা হচ্ছে না। কারণ, রাস্তা থেকে অনেক উঁচুতে তৈরি হয়েছে সেই বাড়ি। নীচে অনেকটা জায়গা ফাঁকা। রাস্তার দু’পাশে প্রাচীর তুলে তার উপরে বাড়িটি তৈরি হয়েছে। এক নজরে দেখলে মনে হতে পারে যেন বাড়িটি শূন্যে ভাসছে। সেই অদ্ভুতদর্শন বাড়ির একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই বাড়িটি কোথায় রয়েছে, তা-ও ছবি থেকে স্পষ্ট নয়।

Advertisement

‘বদলতি হ্যায় দুনিয়া’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডলের ওই পোস্টে দেখা গিয়েছে, রাস্তার উপরে একটি বাড়ি তৈরি করা হয়েছে। নীচে গাড়ি চলাচলের জায়গা রয়েছে। দেখে মনে হবে, লম্বা দু’পায়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। আবার কারও মনে হতে পারে ইটের তৈরি একটি ভবন শূন্যে ভাসছে। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।

ছবিটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই ছবি। বহু মানুষ পোস্টটি দেখেছেন। ১৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পোস্টটি দেখে মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement