ছবি: সংগৃহীত।
নিয়মকানুন সর্বনেশে! ব্যাঙ্কের আজব নির্দেশ শুনলে মনে হতে পারে মধ্যযুগীয় ফতোয়া। কর্মীদের এমন একটি মুচলেকা লিখিয়ে নিয়েছে একটি ব্যঙ্ক, যা আঁতকে ওঠার মতোই। কর্মীদের রক্ত দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে এই মর্মে। কর্মীদের কেউ যদি ব্যাঙ্কের অর্থ আত্মসাৎ করেন বা আর্থিক জালিয়াতিতে যুক্ত হন, তাঁরা আত্মহত্যা করতে বাধ্য থাকবেন, এমনটাই নাকি লিখিয়ে নেওয়া হয়েছে। জাপানের শিকোকু ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ফতোয়া জারি করেছেন বলে জানা গিয়েছে।
সংস্থার নীতিকে আরও কড়া করতে যে কোনও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকলে কর্মচারীদের আত্মহত্যা করার অঙ্গীকার করিয়ে নিয়েছে ওই ব্যাঙ্ক। সাধারণ কোনও কলমের কালি দিয়ে নয়, কর্মীদের নিজেদের রক্ত দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে প্রতিজ্ঞাপত্রে। সেখানে লেখা রয়েছে, এই ব্যাঙ্কে নিযুক্ত কেউ টাকা চুরি করলে বা অন্যদের এই ধরনের কাজে সাহায্য করলে, তিনি তাঁর নিজের সম্পত্তি দিয়ে এর ক্ষতিপূরণ করবেন এবং তার পর আত্মহত্যা করবেন।
অর্থাৎ, তছরুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে তার একমাত্র শাস্তি মৃত্যু। তাঁদের আত্মঘাতী হতে বাধ্য করা হবে। শিকোকু ব্যাঙ্কের আধিকারিকদের স্বাক্ষরিত সেই মুচলেকার একটি স্ক্রিনশট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে তুলে সমাজমাধ্যম এক্সে পোস্ট করা হয়েছে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ২৩ জন কর্মচারী এতে স্বাক্ষর করেছেন। পোস্টটি দেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা। ‘মধ্যযুগীয় বর্বরতা!’ একজন সমাজমাধ্যম ব্যবহারকারী পোস্টে নিজের মতামত দিয়েছেন। একজন লিখেছেন, ‘‘এই চুক্তির মধ্যে লড়াইয়ের ভাব রয়েছে।’’