ছবি: এক্স থেকে নেওয়া।
তাড়া করেছে ক্রুদ্ধ দাঁতাল। কোনওমতে দৌড়ে পালিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন বন দফতরের দুই কর্মী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, পথ হারিয়ে হাসনের বেলুড় তালুকা গ্রামের কৃষিজমিতে ঢুকে পড়েছিল একটি বুনো হাতি। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। রেগে গিয়ে প্রশান্ত এবং সুনীল নামে দুই বনকর্মীকে তাড়া করে। বিশাল হাতিকে তেড়ে আসতে দেখে প্রাণপণে দৌড়তে শুরু করেন তাঁরা। হাতিটিও তাঁদের পিছনে ধাওয়া করে। কোনও ক্রমে পালিয়ে প্রাণ বাঁচান ওই দুই বনকর্মী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘রোহিত নন্দন মিশ্র’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে বুধবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি শেয়ারও করেছেন অনেকে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাতি রেগে গেলে যে কী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা অনেকেই জানেন না। বিশাল প্রাণীটিকে সামলানো মুখের কথা নয়।’’