Allu Arjun Arrest Video

মুখে হাসি, স্ত্রীকে যেন বললেন ‘চিন্তা কোরো না’! গ্রেফতারির আগে অল্লুর ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির নীচে সাদা হুডি এবং প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন অল্লু। হাতে চায়ের কাপ। পাশেই দাঁড়িয়ে স্ত্রী এবং ভাই। পরিবারের বাকি সদ্যসেরাও দাঁড়িয়ে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮
Share:

অভিনেতা অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

গ্রেফতার হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা অল্লু অর্জুন। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। অল্লুকে গ্রেফতার করে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখান থেকে অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার পরে হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। অল্লুকে অন্তর্বর্তী জামিন দিয়েছে তেলঙ্গানা হাই কোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর মধ্যেই অল্লুর গ্রেফতারির ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি (সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির নীচে সাদা হুডি এবং প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন অল্লু। হাতে চায়ের কাপ। পাশেই দাঁড়িয়ে স্ত্রী এবং ভাই। পরিবারের বাকি সদ্যসেরাও দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলছেন অভিনেতা। বাড়ির বাইরে সংবাদিকদের ভিড় জমা হয়েছে। এর পর চা খেতে খেতে এক পুলিশকর্তার সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। পুলিশ তাঁকে তাদের সঙ্গে যাওয়ার কথা বলে। সব সময় মুখে হাসি লেগে ছিল তাঁর। এর পর স্ত্রী স্নেহা রেড্ডির গালে চুমু খেতে দেখা যায় অল্লুকে। তাঁর স্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। এর পর পুলিশের গাড়িতে উঠে বসেন অভিনেতা। এক বার বেরিয়ে এসে আবার সেই গাড়িতে ওঠেন। সেখান থেকে পুলিশ তাঁকে নিয়ে যায় বেঙ্গালুরুর থানায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

হাই কোর্টে অল্লু তাঁর গ্রেফতারি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন। নিজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদনও জানান তিনি। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেন অভিনেতা। তেলঙ্গানা হাই কোর্টে জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি শুরু হয়। সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগ করেন অল্লু। পুলিশ জানিয়েছে, অভিনেতার সমস্ত অনুরোধকে তারা সম্মান করেছে। কিন্তু অভিনেতা পাল্টা বলেন, ‘‘আপনারা আমার অনুরোধকে সম্মান করেননি। আমি আপনাদের বলেছিলাম, আমি পোশাক পরিবর্তন করতে চাই। তার জন্য আমার সঙ্গে এক জনকে পাঠাতেও বলেছিলাম। আপনারা আমাকে নিয়ে এসেছেন, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’’ শুনানি শেষে অল্লুকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement