—প্রতীকী ছবি।
২০২৪ সাল শেষ হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আর তার পরেই ২০২৫-এ পা দেবে সারা বিশ্ব। কিন্তু জানা আছে কি, এই ২০২৪ সালে ভারতীয়েরা সবচেয়ে বেশি কিসের খোঁজে দ্বারস্থ হয়েছেন ‘গুগ্লবাবা’র দরবারে? সম্প্রতি সেই তথ্য প্রকাশ করেছে খোদ গুগ্ল। গুগ্ল বলছে, চলতি বছর ভারতীয়েরা বেশি আগ্রহ দেখিয়েছেন ক্রিকেট নিয়ে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং পরিচিত ব্যক্তিত্বেরা জায়গা পেয়েছেন তার পরে।
গুগ্লের ‘ইয়ার ইন সার্চ’ অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি সার্চ করা শব্দ হল ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’। মে মাসে আইপিএল ফাইনাল ম্যাচের আশপাশে সবচেয়ে বেশি বার এই শব্দ সার্চ করা হয়েছিল। ক্রিকেটের অন্য টুর্মামেন্টের মধ্যে টি২০ বিশ্বকাপ নিয়েও ভারতীয়দের আগ্রহ ছিল তুঙ্গে। বিশিষ্ট ক্রীড়াবিদদের মধ্যে ভিনেশ ফোগাট এবং হার্দিক পাণ্ড্যকে নিয়ে বহু বার গুগ্লে সার্চ করেছেন ভারতীয়েরা।
রাজনৈতিক ঘটনার মধ্যে ‘ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’ এবং ‘ইলেকশন রেজ়াল্ট ২০২৪’— এই দুই কিওয়ার্ড দিয়ে চলতি বছরে প্রচুর সার্চ হয়েছে গুগ্লে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিজেপিকে নিয়ে সার্চের ধুম সবচেয়ে বেশি ছিল।
ভারতীয় শিল্পপতি রতন টাটার মৃত্যুর পর তাঁকে নিয়েও গুগ্লে সার্চ করেছেন অনেক ভারতীয়। সিনেমার মধ্যে সার্চ সবচেয়ে বেশি হয়েছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কপূর অভিনীত ‘স্ত্রী-২’-কে নিয়ে। ‘টুয়েলভথ ফেল’ নিয়েও আগ্রহ দেখিয়েছেন বহু মানুষ। পর্যটন কেন্দ্র হিসাবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়েছে আজ়ারবাইজানকে নিয়ে। এ ছাড়াও তালিকায় নাম রয়েছে বালি এবং মানালির।
গুগ্লের ‘হাউ টু’ সার্চের মধ্যে শীর্ষে ছিল ‘হাউ টু ভোট লোকসভা’, অর্থাৎ, লোকসভায় কী ভাবে ভোট দেওয়া যায়। এ ছ়়াড়াও বাতাসের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স (বাতাসের গুণমান সূচক)’ এবং তাপমাত্রা বৃদ্ধি নিয়েও সার্চের সংখ্যা ছিল অনেক।