viral video

দিদির দেওরের সঙ্গে বিয়েতে আপত্তি পরিবারের, রেগে ‘শোলে’র বীরু হলেন তরুণী, চড়লেন ট্যাঙ্কে!

পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় তিনি একটি উঁচু জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসলেন। সেখান থেকে লাফ দিয়ে জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন তিনি। তরুণীর হুমকি শুনেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

এ যেন ‘শোলে’র ‘বীরু’র মহিলা সংস্করণ। পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি পরিবার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হুলস্থুল কাণ্ড ঘটালেন তরুণী। দিদির দেওরের সঙ্গে পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় উঁচু জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসলেন। সেখান থেকে লাফ দিয়ে জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন তিনি। তরুণীর হুমকি শুনেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করে পুলিশ ও গ্রামবাসীরা। কিন্তু ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে থেকে প্রতিবাদ চালিয়ে যান তিনি। গোটা ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ঘটনাটি ঘটেছে, বদায়ুঁর মুসাজহাগ থানা এলাকার অন্তর্গত সারাই পিপারিয়া গ্রামে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণীর সঙ্গে তাঁরই দিদির দেওর নিতেশ নামে এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দু’জনে বিয়ে করতে চান। পরিবারের পক্ষ থেকে বিয়ে দিতে অস্বীকার করায় এই কাণ্ড ঘটান তরুণী। হেট ডিটেক্টর নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের উপস্থিতিতে তিন জন যুবক ওই তরুণীকে টেনেহিঁচড়ে ট্যাঙ্ক থেকে নামানোর চেষ্টা করেন। শেষমেশ তাঁকে চ্যাংদোলা করে অতি কষ্টে নামানো হয়। প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর কনস্টেবল ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় মেয়েটিকে নিরাপদে থেকে নামিয়ে আনা সম্ভব হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement