ছবি: সংগৃহীত।
গাড়ি চালানো শিখতে গিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে বসলেন পুলিশের সাব ইনস্পেকটর। রাতের দিকে এক পথচারী রাস্তা পার হতে যাওয়ার সময় পুলিশের জিপটি তাঁকে ধাক্কা মারে। গোটা ঘটনার ভিডিয়োটি রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। বিহারের বৈশালীর হাতসার গঞ্জ ওপি থানার ঘটনা। সংবাদমাধ্যমে জানা গিয়েছে, স্থানীয় থানার আধিকারিক সেই সময় রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন। রবিবারের এই ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়। ‘সূরজ৪৪৭৪’ নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং তাঁকে কিছু দূর টেনে নিয়ে যায়। আশ্চর্যজনক ভাবে, সাব-ইন্সপেক্টর দুর্ঘটনার পরে গাড়ির গতি কমিয়ে দেননি। গাড়িটি রাস্তার অপর পাশে একটি দোকানে ধাক্কা মেরে থেমে যাওয়ার পর ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। দোকানে ধাক্কা লাগার পর পুলিশকর্মীরা আতঙ্কে গাড়ি থেকে নামতে থাকেন। তাঁরা গাড়িটি ফেলে দিয়ে পালানোর চেষ্টাও করেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁদের আটক করার চেষ্টা করে এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটিকে ঘেরাও করে চাবি কেড়ে নেয়। বেগতিক দেখে এক কনস্টেবলকে গাড়িতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। দুর্ঘটনায় ওই পথচারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এ ব্যাপারে পুলিশের কোনও পদক্ষেপ করেনি বলেই জানা গিয়েছে।