viral video

শহরের রাস্তায় শিকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে পশুরাজ! ভিডিয়ো করায় বিরক্ত হয়ে ছাড়ল বিকট গর্জন

মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিংহটি তার শিকার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় সেখানে উপস্থিত এক জন তাঁর ফোনে এই দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৪:১১
Share:
Lion walks with a prey in Gujarat

ছবি: সংগৃহীত।

উন্মুক্ত প্রকৃতিতে হিংস্র প্রাণীদের শিকারের দৃশ্যের ভিডিয়ো হামেশাই ছড়িয়ে পড়তে দেখা যায় সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো নজর কাড়ে বিপুল সংখ্যক সমাজমাধ্যম ব্যবহারকারীদের। কিন্তু জনবহুল শহরের মধ্যে পশুরাজের শিকার করার ভিডিয়ো খুব একটা বোধহয় চোখে পড়ে না। একই রকম একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেখানে একটি বিশাল সিংহকে মুখে শিকার নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সিংহটি। সংবাদমাধ্যমের তথ্য অনুসারে ভিডিয়োটি গুজরাতের। ‘রণথম্ভোরসাম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। মাত্র ১০ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে সিংহটি তার শিকার নিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। এই সময় সেখানে উপস্থিত এক জন তাঁর ফোনে এই দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন। ভিডিয়ো তৈরির সময় তাঁর উপর সিংহের দৃষ্টি পড়তেই পশুরাজ শিকার ফেলে প্রথমে মুখ ফিরিয়ে পালিয়ে যায়। কিন্তু খাবার ফেলে যেতে হয় বলে বিরক্ত হয়ে হুঙ্কার ছাড়ে।

দৌড়োনোর সময় সিংহটি এতটাই হিংস্র ভাবে গর্জন করে যে, তা শুনে যে কেউ জ্ঞান হারিয়ে ফেলতে পারেন বলে মনে করছেন নেটগরিকেরা। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় দু’কোটি বার দেখা হয়েছে। প্রায় তিন লক্ষ ব্যবহারকারী এই পোস্টটি লাইক করেছেন। হাজার দু’য়েক মন্তব্য জমা পড়েছে ভাইরাল ওই পোস্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement