viral video

ডুবুরির দিকে তেড়ে এল হাঙর, বিপদ বুঝে ঢাল হয়ে দাঁড়াল দুই ‘বন্ধু’, ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া

বেনোইট গিরোদু নামের সেই ডুবুরি মরিশাসে সাঁতার কাটতে গিয়ে মুখোমুখি হন এক ভয়ঙ্কর হোয়াইট টিপ হাঙরের। বিপদ ঘনিয়ে আসছে দেখে ঘাবড়ে গিয়েছিলেন বেনোইট। তখনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৪:৩৫
Share:
Video of a giant sperm whales protecting diver from terrifying shark

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিশাল হাঁ করে তেড়ে আসছে সমুদ্রের দানব। মৃত্যু দরজায় এসে কড়া নাড়ছে, ধরেই নিয়েছিলেন ডুবুরি। সমুদ্রের গভীরে নেমে প্রাণটাই খোয়াতে বসেছিলেন তিনি। বেনোইট গিরোদু নামের সেই ডুবুরি মরিশাসে সাঁতার কাটতে গিয়ে মুখোমুখি হন এক ভয়ঙ্কর হোয়াইট টিপ হাঙরের। বিপদ ঘনিয়ে আসছে দেখে ঘাবড়ে গিয়েছিলেন বেনোইট। তখনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী হন তিনি। দু’টি শুক্রাণু তিমি তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শিকারি হাঙর ধীরে ধীরে এগিয়ে আসছে বেনোইটকে লক্ষ্য করে। আক্রমণই উদ্দেশ্য ছিল হাঙরটির। এই অবস্থায় হঠাৎই হাঙর আর বেনোইটের মাঝে ঢাল হয়ে দাঁড়ায় দু’টি বিশাল আকারের শুক্রাণু তিমি। একটি তিমি তাড়া করে ওই হাঙরকে। এমনকি তার লেজও কামড়ে দেয়। অন্যটি গিরোদুকে আড়াল করে দাঁড়ায়, যাতে তাঁর দিকে আর তেড়ে না আসতে পারে। তিমির আক্রমণে হাঙরটি গভীর সমুদ্রে পালিয়ে যায়। গিরোদু এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ন্যাটি গঙে’ সেই পোস্টই করেছেন তিনি।

ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা প্রচুর মানুষের নজর কেড়েছে। তিমিদের কাণ্ড দেখে তিনি যে বিস্মিত, তা-ও পোস্টে জানান গিরোদু। তিনি পোস্টে লিখেছেন, ‘‘হাঙ্গরটি ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমি খুব সাবধান হয়ে গিয়েছিলাম। দু’টি তিমি আমায় ঘিরে ধরে রক্ষা করে।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৭৭ হাজারের বেশি লাইকও জমা পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement