যোগী আদিত্যনাথ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। এ বার অন্য পিচেও নজর কাড়লেন তিনি। রবিবার একটি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে মাঠে নেমে ব্যাট চালিয়ে নিজের ক্রিকেট দক্ষতা ঝালিয়ে নিলেন আদিত্যনাথ। সমাজমাধ্যমে তাঁর ক্রিকেট খেলার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীও তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ক্রিকেট খেলার ছবি পোস্ট করেছেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, আদিত্যনাথের হাতে ব্যাট। পিছনে দাঁড়িয়ে রয়েছেন উইকেটকিপার। হাতে বল নিয়ে আদিত্যনাথের দিকে এগিয়ে যাচ্ছেন বোলার। স্ট্রেট ড্রাইভ করলেন মুখ্যমন্ত্রী। পুরো সময়েই তাঁর মুখে লেগেছিল হাসি। রবিবার লখনউয়ে ‘অল ইন্ডিয়া অ্যাডভোকেট ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে এমনই ছবি।
ক্রিকেট খেলার মুহূর্তের ছবি পোস্ট করে আদিত্যনাথ লেখেন, ‘‘আমি আজ লখনউয়ে ৩৬তম অখিল ভারতীয় অ্যাডভোকেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে খেলাধূলার বিস্তার করেছেন। ‘খেলো ইন্ডিয়া’, ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ এবং ‘এমপি স্পোর্টস প্রতিযোগিতা’ তার প্রমাণ। দেশের যে দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের শুভেচ্ছা জানাই।’’