ছবি: এক্স থেকে নেওয়া।
সূর্য অনেক ক্ষণ আগে ডুবে গিয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে রাস্তা দিয়ে কিছু একটা হেঁটে চলেছে। কাছে যেতেই বোঝা গেল আস্ত বড় একটি বাঘ। হেলেদুলে সেতুর দিকে হাঁটছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
মঙ্গলবার রাতে এই ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর এলাকায় লোহিয়া সেতুতে ঘটেছে। রাস্তায় তখন কোনও লোকজন নেই। একটি গাড়ি সেই সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল। তখনই সেতুর দিকে হেঁটে যেতে দেখা যায় একটি বাঘকে। বাঘের পিছন পিছন ধীর গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল চালক। কিন্তু তাতে বাঘটির কোনও হেলদোল নেই। দিব্যি হেঁটে সেতু পার করছে সে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এক নেটাগরিক বলেছেন, ‘‘রাতে খাওয়ার পর হাঁটতে বেরিয়েছে বাঘটি।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী গাড়ির চালকের সাহসের প্রশংসা করেছেন।