Tiger Viral Video

হাড়হিম করা হুঙ্কারে দুই বাঘের কুস্তি! ক্যামেরাবন্দি আসল ‘জঙ্গল বুক’

মহারাষ্ট্রের ‘তাডোবা-আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণ’ কেন্দ্রে দুই রয়্যাল বেঙ্গলের লড়াইয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ফের পোস্ট করলেন এক সাফারি পর্যটক। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:৫৮
Share:

মহারাষ্ট্রের ‘তাডোবা-আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণ’ কেন্দ্রে দুই রয়্যাল বেঙ্গলের লড়াই। ছবি: সংগৃহীত।

দুই হলুদ ডোরাকাটার এলাকা দখলের লড়াই! লড়াই না বলে কুস্তি বলাই ভাল। যা দেখে মনে হতেই পারে ‘ডব্লিউডব্লিউই’-র রিংয়ে শক্তি দেখাচ্ছে দুই পালোয়ান। তবে দু’হাতে নয়, চার পায়ে!

Advertisement

মহারাষ্ট্রের ‘তাডোবা-আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণ’ কেন্দ্র। সম্প্রতি সেই জঙ্গলের একটি পুরনো ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বীরবিক্রমে দু’টি বাঘকে একে অপরের সঙ্গে লড়তে দেখা গিয়েছে।

প্রাণিবিদদের দাবি, বাঘ অত্যন্ত শিকারপ্রিয় জানোয়ার। তবে সচরাচর ‘জঙ্গলি বিড়াল’ প্রজাতির এই প্রাণীটি রেগে যায় না। এক বার খেপে গেলে অবশ্য হিংস্রতার চরম সীমায় পৌঁছে যায় বাঘ। আর তখনই প্রতিপক্ষকে একেবারে শেষ করে দিতে তার উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে হলুদ ডোরাকাটারা।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া দু’টি রয়্যাল বেঙ্গলের কুস্তির ভিডিয়ো এক সাফারি পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে। গাড়িতে করে তাডোবা-আন্ধেরির জঙ্গলে ঢোকেন তিনি। ভিডিয়োতে একটি বাঘকে অপরের উপর নখ, পা ও মুখ দিয়ে কামড়ে ধরতে দেখা গিয়েছে। দ্বিতীয় বাঘটি কোনও মতে সেই আক্রমণ ঠেকিয়ে একটা সময়ে হার মেনে কিছুটা দূরে সরে যায়। ভিডিয়োয় দু’টি হলুদ ডোরাকাটারই গর্জন শোনা গিয়েছে।

সাফারি-পর্যটক ‘রণথম্ভোরপার্ক’ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ওই ভিডিয়োটি শেয়ার করেন। আগে অবশ্য মহারাষ্ট্রের বন দফতরের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) ‘@মহাফরেস্ট’-এ এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।

সমাজমাধ্যম ব্যবহারকারীরা তারিয়ে তারিয়ে এই বাঘের লড়াই উপভোগ করেছেন। ফলে ভরে গিয়েছে ভাইরাল ভিডিয়োর মন্তব্য বাক্স। সেখানে একজন নেটাগরিক লিখেছেন, ‘‘দেখে মনে হচ্ছে সিনেমাহলে বসে আছি। যেখানে নায়কের হাতে বেধড়ক মার খাচ্ছে ভিলেন।’’ এই ধরনের দৃশ্যকে বিরল বলে মেনে নিয়েছেন পশুপ্রেমীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement