Viral Video

ছানার গায়ের রং সবুজ! হরিৎবর্ণ সন্তানের জন্ম দিয়ে তাক লাগাল পিটবুল, প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বর মিসিসিপির হ্যানকক কাউন্টিতে কুকুরছানাগুলির জন্ম দিয়েছে পার্ল। তার মধ্যে একটি ছানা অনন্য। বাকি ভাইবোনদের মতো নাক এবং কান গোলাপি হলেও তার গায়ের রং সবুজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১০:৪০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কুকুরছানার গায়ের রং সবুজ! এমনই এক অদ্ভুত ঘটনায় তাক লেগে গেল আমেরিকার এক দম্পতির। আমেরিকান ওই দম্পতির নাম অ্যানিস টুলি এবং গ্রেগ ফুচিচ। সম্প্রতি অনেকগুলি সন্তানের জন্ম দিয়েছে তাঁদের পোষ্য পিটবুল ‘পার্ল’। তবে সেই কুকুরছানাগুলির মধ্যে একটির রং সবুজ হওয়ায়, হতবাক হয়ে যান তাঁরা। যদিও বাকি ছানাগুলির গায়ের রং স্বাভাবিক ছিল।

Advertisement

সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বর মিসিসিপির হ্যানকক কাউন্টিতে কুকুরছানাগুলির জন্ম দিয়েছে পার্ল। দেখা যায় তার মধ্যেই একটি ছানা ‘অনন্য’। বাকি ভাইবোনদের মতো নাক এবং কান গোলাপি হলেও তার গায়ের রং সবুজ। এই ঘটনায় অবাক হয়ে যান অ্যানিল এবং গ্রেগ। গায়ের রং সবুজ হওয়ায় তাঁরা পিটবুলের ওই ছানাটির নাম দিয়েছেন ফিয়োনা (‘শ্রেক’ ছবির চরিত্রের নামানুসারে)।

কিন্তু কেন পিটবুলের ছানার রং সবুজ হল? এই নিয়ে বিস্তর খোঁজখবর চালিয়ে দম্পতি জানতে পেরেছেন, বিলিভারডিন নামের একটি প্রাকৃতিক রঞ্জক কখনও কখনও অন্তঃসত্ত্বা কুকুরের অ্যামনিওটিক তরলের সঙ্গে মিশে যেতে পারে। যে কারণে কোনও কোনও কুকুরছানার গায়ের রং সবুজ হয়ে যেতে পারে। ফিয়োনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

Advertisement

সবুজ পিটবুলের একাধিক ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে সেই ছবি এবং ভিডিয়োগুলি। যদিও আনন্দবাজার অনলাইন ছবি এবং ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি। উল্লেখ্য, ইতিমধ্যেই অ্যানিল এবং গ্রেগের কাছে চারটি কুকুর রয়েছে। তাই তাঁরা ফিয়োনা এবং বাকি কুকুরছানাগুলির জন্য নতুন আশ্রয় খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement