Viral Video

যেন বলিউডের অ্যাকশন ছবি, পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মাদক পাচারকারীদের! ভাইরাল ভিডিয়ো

মাদক পাচারকারীদের গ্রেফতার করবেন বলে ফাঁদ পেতে বসেছিলেন আধিকারিকেরা। সেখান থেকে পালাতে গিয়ে বলিউডি কায়দায় সিএনবির আধিকারিকদের গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্তেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:১২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

৯১১ কেজি বেআইনি মাদক পাচার করা হবে বলে খবর পেয়েছিলেন মধ্যপ্রদেশের কেন্দ্রীয় মাদক চোরাচালানরোধী দল (সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো অথবা সিএনবি)। খবর পেয়েই রাজস্থানের কোটায় ছুটে যান সিএনবি আধিকারিকেরা। কোটার একটি টোল প্লাজ়ার কাছে ধরা পড়ে সেই গাড়ি। মাদক পাচারকারীদের গ্রেফতার করবেন বলে ফাঁদ পেতে বসেছিলেন আধিকারিকেরা।

Advertisement

বিপদ আঁচ করে সেখান থেকে পালাতে গিয়ে বলিউডি কায়দায় সিএনবি আধিকারিকদের গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্তেরা। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়েও পড়ে। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে পালাতে ব্যর্থ হন পাচারকারীরা। দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সিএনবি।

ঘটনাটি শুক্রবার রাতে রাজস্থানের কোটায় ২৭ নম্বর জাতীয় সড়কের কাছে নয়াগাঁও টোল প্লাজ়ার সামনে ঘটে। সিএনবি সূত্রে খবর, ২৭ নভেম্বর রাতে তাঁরা খবর পান, মধ্যপ্রদেশের মানসা থেকে রাজস্থানের বিকানেরের মধ্যে প্রচুর পরিমাণে মাদক পাচার হতে পারে। সেই খবর পেয়ে রাজস্থানের কোটায় পৌঁছে যায় সিএনবির একটি দল।

Advertisement

নয়াগাঁও টোল প্লাজ়ায় একটি গাড়ি দেখে সন্দেহ হলে তা আটক করতে যায় সিএনবি। বিপদ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করেন মাদক পাচারকারীরা। সিএনবির আধিকারিকদের গাড়িতে ধাক্কা লাগে তাঁদের গাড়ির। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান সিএনবি আধিকারিকেরা। গাড়িটিকে ঘিরে ধরেন তাঁরা। দুই পাচারকারীকে গ্রেফতার করেন। পাশাপাশি ৯১১.৫৪ কিলোগ্রাম ওজনের মাদকও বাজেয়াপ্ত করে সিএনবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement