ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বড় পর্দার গোবিন্দ এবং রানি মুখোপাধ্যায়ের জুটি অফিসের ভিতরেই! নেপথ্যে বেজে চলেছে গোবিন্দ-রানির ছবির হিট গান ‘চলো ইশ্ক লড়ায়ে’। সহকর্মীর হাত ধরে সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করতে দেখা গেল তরুণীকে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নিশাচৌধরী৬০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় নাচের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সহকর্মীর হাত ধরে সকলের সামনে নাচছেন এক তরুণী। তাঁদের সামনে রয়েছেন সংস্থার অন্য কর্মীরাও। দুই সহকর্মীর নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। গলা ছেড়ে গানও গাইছেন অনেকে।
চলতি বছরের অগস্ট মাসে ১৮ বছরে পা ফেলল ‘ইন্ডিগো’ বিমান সংস্থা। সেই সংস্থার কর্মী দু’জনেই। সংস্থার জন্মদিন উপলক্ষে অফিসের ভিতর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই সহকর্মীর সঙ্গে গোবিন্দের হিট গানে নাচলেন তরুণী।
দু’জনের পরনেই ছিল সংস্থার নাম লেখা টিশার্ট। তরুণ সহকর্মী টিশার্টের সঙ্গে জিন্স পরলেও তরুণীকে দেখা গিয়েছে টিশার্টের সঙ্গে লং স্কার্ট পরে নাচতে। অন্য কর্মীরাও নাচে-গানে মেতেছিলেন সেই অনুষ্ঠানে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাতে ভালবাসা এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক নেটাগরিক বলেছেন, ‘‘তোমরা দু’জনেই দারুণ পারফর্ম করেছ।’’