ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কোরিয়া থেকে ভারতে ঘুরতে এসেছেন এক তরুণী। নতুন জায়গায় এসে নতুন নতুন খাবারও চেখে দেখার ইচ্ছা হয়েছে তাঁর। কিন্তু পাতে যখন গুলাব জামুন পড়েছে, তা দেখেই চোখ ছানাবড়া হয়ে গিয়েছে তরুণীর। গুলাব জামুনের আকার এবং স্বাদ যে এমন তা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই পোস্ট করেছেন তরুণী।
তরুণীর নাম কেলি। কোরিয়ার বাসিন্দা তিনি। ভ্লগ বানিয়ে উপার্জন করেন কেলি। ইনস্টাগ্রামের পাতায় ১ লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর। কোরিয়া থেকে ভারতে ঘুরতে এসেছেন তিনি। জীবনে এই প্রথম গুলাব জামুন খাচ্ছেন কেলি। সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন তরুণী।
ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, হাতে একটি বাটি নিয়ে রাস্তার ধারের মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন কেলি। বাটিতে রাখা একটি গুলাব জামুন। মিষ্টিটি কী ভাবে খাবেন তা বুঝতে পারছিলেন না কেলি। পাশ থেকে এক ব্যক্তি কেলিকে জানান যে, মিষ্টিটি এক বারে মুখে না পুরতে। তার বদলে অল্প অল্প করে ভেঙে খেতে হয় গুলাব জামুন। চামচ দিয়ে মিষ্টিটি ভেঙে ফেললেন কেলি। চামচে তুলে মুখে দেওয়ার আগেই তিনি বললেন, ‘‘এত বড় মিষ্টি!’’
তার পর তিনি এক চামচ খেলেন মিষ্টিটি। গুলাব জামুন খেয়ে মন যেন খুশি হয়ে যায় কেলির। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, ‘‘ভারতীয়েরা এ দিয়ে মিষ্টিমুখ করেন? আমার খুব ভাল লেগেছে। এত বড় বড় মিষ্টি। কী গরম! খেতেও বেশ সুস্বাদু।’’ ভিডিয়োটি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়ে। বিদেশিনির এই ভিডিয়োয় ভালবাসাও এঁকে দিয়েছেন অনেকে। এক নেটাগরিক বলেছেন, ‘‘কেলি ভারী মিষ্টি মেয়ে। ওর মন খুবই পরিষ্কার। তাই সরল মনেই যা বলার বলে ফেলেছে।’’