Viral Video

মাঝরাস্তায় বিশালাকার তিন সাপের লড়াই! একে অপরকে পেঁচিয়ে চলল যুদ্ধ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার ধারে মারামারিতে মত্ত তিনটি সাপ। প্রথমে একে অপরের দিকে ফণা উঁচিয়ে দাঁড়িয়েছিল তারা। তাদের মধ্যে দু’টি সাপের রং ধূসর এবং একটি সাপের রং হলুদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৯:০৮
Share:
Three snakes coiling each other on Pune road, Video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রকাশ্যে রাস্তার উপর ভয়ঙ্কর লড়াই তিন সাপের! মারামারি করতে করতে একে অপরকে পেঁচিয়েই ফেলল তারা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে শহরের ক্যান্টনমেন্ট এলাকায়। সেই ঘটনার ভয় ধরানো একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার ধারে মারামারিতে মত্ত তিনটি সাপ। প্রথমে একে অপরের দিকে ফণা উঁচিয়ে দাঁড়িয়েছিল তারা। তাদের মধ্যে দু’টি সাপের রং ধূসর এবং একটি সাপের রং হলুদ। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। মুখও কামড়ে ধরে। চলতে থাকে ‘যুদ্ধ’। ধুন্ধুমার লড়াইয়ের মাঝে নিজেদের পেঁচিয়ে ধরে তারা। কেউই কাউকে ছাড়তে রাজি হয় না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দীনেশ ত্রিপাঠী’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো নিয়ে দ্বিমতও তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে। নেটাগরিকদের একাংশ পুরো বিষয়টি সাপের লড়াই বলে দাবি করলেও অন্য একাংশের মতে বিষয়টি আসলে ‘সর্পনৃত্য’। সাপ তিনটি নাকি আদতে নাচছিল এবং সেই দৃশ্য বিরল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement