Viral Video

পাখা সারানোর অছিলায় বার বার ডাকতেন! ইলেকট্রিক মিস্ত্রিকে বিয়েই করে ফেললেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের ওই ইলেকট্রিক মিস্ত্রি পাখা মেরামত করতে ওই তরুণীর বাড়িতে গিয়েছিলেন। এলাকায় অন্য কোনও মিস্ত্রি না থাকায় গ্রামের সকলে তাঁকেই ফোন করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৩:২২
Share:
Woman from Bihar marries Electrician who came to repaired fan

ছবি: এক্স থেকে নেওয়া।

পাখা সারাতে গিয়ে মনে ধরেছিল। এর পর আলো, পাখা, টিভি সারানোর বাহানায় বার বার তরুণীর বাড়িতে আসতেন। এ বার সেই তরুণীকে বিয়েই করে নিলেন বিহারের এক ইলেকট্রিক মিস্ত্রি। তাঁদের প্রেমকাহিনি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। ওই ইলেকট্রিক মিস্ত্রি যুবকের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের ওই ইলেকট্রিক মিস্ত্রি পাখা মেরামত করতে ওই তরুণীর বাড়িতে গিয়েছিলেন। এলাকায় অন্য কোনও মিস্ত্রি না থাকায় গ্রামের সকলে তাঁকেই ফোন করতেন। কিন্তু ওই তরুণীর বাড়িতে গিয়ে প্রেমে পড়ে যান যুবক। এর পর তরুণীর বাড়িতে এটা-ওটা সারানোর বাহানায় যাতায়াত লেগেই থাকত তাঁর। ইলেকট্রিক মিস্ত্রিকে মনে ধরে তরুণীরও। একে অপরের কাছে নিজেদের মনের কথা প্রকাশ করেন। তার পর বিয়েও করে নেন।

ভাইরাল একটি ভিডিয়োয় নববধূকে দেখিয়ে ওই যুবককে বলতে শোনা গিয়েছে, ‘‘ওদের বাড়ির পাখা কাজ করছিল না। গ্রামের মানুষ সাধারণত আমাকেই ফোন করে। আমার স্ত্রীও আমাকেই ফোন করিয়েছিল অন্যকে দিয়ে।” যুবক জানান, পাখা ঠিক করার পর তরুণী তাঁকে ফোন নম্বর দিতে বলেন। এর পর এক দু’বার কথা বলার পর একে অপরকে মনে ধরে তাঁদের। যদিও প্রেমের বহিঃপ্রকাশ হয়নি। তরুণী ভিডিয়োয় বলেন, ‘‘ওকে ছাড়া আমার মন লাগছিল না। আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই মাঝেমধ্যেই পাখা, আলো, টিভি সারানোর অজুহাতে ওকে বাড়িতে ডাকতে শুরু করি।’’ ঘন ঘন আসা-যাওয়ার ফলে তাঁদের প্রেম আরও জোরালো হয়। একে অপরের সঙ্গে কথা বলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। ইলেকট্রিক মিস্ত্রি এবং ওই তরুণীর বিয়ের পর স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ফ্রন্টালফোর্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার ইলেকট্রিক মিস্ত্রির প্রেমকাহিনির প্রশংসা করেছেন। নবদম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দু’জনকেই খুব মিষ্টি লাগছে। ওরা সুখে থাকুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement