রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। ছবি: পিটিআই।
আইপিএলে টানা পাঁচ ম্যাচে হেরেছে রাজস্থান। তার মধ্যে অন্তত তিনটি ম্যাচে জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিয়েছে তারা! ন’টির মধ্যে ছ’টি ম্যাচে হেরে আইপিএল থেকে প্রায় বিদায়ের মুখে। রাহুল দ্রাবিড় যে দলের কোচ তাদের এই হাল দেখে অবাক সুনীল গাওস্কর। তাঁর মতে, অর্থহীন ক্রিকেট খেলেই ডুবছে রাজস্থান।
সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, “রাজস্থান রয়্যালসের আগের ম্যাচগুলোয় আমি মাঠে ছিলাম না। স্রেফ টিভিতে ওদের খেলা দেখেছি। কিন্তু আজ আমি মাঠে (বেঙ্গালুরুতে)। চোখের সামনে দেখতে পেয়েছি কী ধরনের ক্রিকেট খেলেছে ওরা।”
গাওস্করের সংযোজন, “রাহুল দ্রাবিড়ের মতো একজন কোচ হিসাবে থাকার পরেও এই ধরনের ক্রিকেট খেলতে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। ভাবনাহীন ক্রিকেট খেলছে ওরা। দ্রাবিড় বরাবর ভাবনাচিন্তার দিক থেকে নিখুঁত থাকে। ভেবেছিলাম রাজস্থানের কিছু ব্যাটারের মধ্যে হয়তো সেই ভাবনার ছাপ দেখা যাবে।”
গাওস্করের মতে, রাজস্থানের খেলায় বিন্দুমাত্র ভাবনার ছাপ নেই। তিনি বলেছেন, “অনভিজ্ঞ ক্রিকেটারেরা বার বার ঠিক কাজ করবে এই প্রত্যাশা আপনি করতে পারেন না। তবে রাজস্থানের যে খেলা দেখে আমরা অভ্যস্ত সেই খেলা দেখাই যাচ্ছে না।”
বেঙ্গালুরুর কাছে হেরে রাজস্থান অষ্টম স্থানে নেমে গিয়েছে। বাকি পাঁচটি ম্যাচের সব ক’টিতে জিতলেও প্লে-অফে উঠতে গেলে বাকিদের দিকে চেয়ে থাকতে হবে। ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগও প্লে-অফে ওঠার আশা ছেড়ে দিয়েছেন।